• গাড়ি পরিষ্কার রাখতে হিমশিম! ঝামেলা এড়াতে তাই বসিয়ে নিলেন টাইলস্, যুবকের কাণ্ড দেখে চোখ ছানাবড়া নেটিজেনদের 
    আজকাল | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: গাড়ি পরিষ্কার রাখা যে কত বড় ঝক্কির কাজ, তা অনেকেই জানেন। বিশেষ করে গাড়ির মেঝের ম্যাট পরিষ্কার রাখা বেশ কঠিন। ধুলোবালি, খাবারের টুকরো জমে তা প্রায়শই নোংরা হয়ে যায়। এই নিত্যদিনের ঝামেলা থেকে মুক্তি পেতে এক অভিনব এবং একইসঙ্গে অদ্ভুত উপায় বের করলেন রাজস্থানের এক যুবক। গাড়ির ভিতরে মেঝেতে একেবারে ঘরের মতো টাইলস বসিয়ে দিলেন তিনি! এই ঘটনা প্রকাশ্যে আসতেই হই হই। 

    বিকানেরের বাসিন্দা সমীর সাইয়াদের এই কাণ্ড দেখে তাজ্জব নেটদুনিয়া। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তিনি বলেন, “আমার গাড়ির ফ্লোর ম্যাট বার বার ছিঁড়ে যাচ্ছিল এবং খুব নোংরা হয়ে যাচ্ছিল। তাই আমি এই সমস্যার পাকাপাকি সমাধান করার সিদ্ধান্ত নিই।”

    ভিডিওতে দেখা গিয়েছে, সাদা পুটিং দিয়ে ঘরের সাধারণ মেঝেতে লাগানোর টাইলস গাড়ির ভিতরে নিপুণভাবে বসানো হয়েছে। সমীর জানান, এই কাজ মোটেই সহজ ছিল না। বাড়ির মেঝের মতো গাড়ির মেঝে সমান নয়, তাতে অনেক বাঁক এবং উঁচু-নিচু জায়গা রয়েছে। তাই প্রথমে সঠিক মাপের টাইলস বাছতে হয়েছে। এরপর এমন এক জন মিস্ত্রিকে খুঁজে বের করতে হয়েছে যাঁর গাড়ির অন্দরসজ্জা সম্পর্কে ধারণা রয়েছে। পুরনো ম্যাট তুলে মাপমতো টাইলস কেটে বসানোর পর তাঁর গাড়ির ভিতরটা একেবারে নতুনের মতো হয়ে গিয়েছে বলে দাবি সমীরের। তিনি বলেন, “অবশেষে আমি নিশ্চিন্ত যে গাড়িতে টাইলস বসে গিয়েছে। এখন আর কোনওরকম চিন্তা ছাড়াই গাড়ি চালাতে পারব।”

    এই ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হতেই মন্তব্যের ঝড় ওঠে। এক জন রসিকতা করে লেখেন, “এ বার তো আপনাকে রোজ গাড়িতে ঝাড়ু-পোছা করতে হবে।” অন্য এক জন লেখেন, “একেবারে চিনেমাটির টাইলস!”এক জনের প্রশ্ন, “বিমায় কি এর খরচ পাওয়া যাবে?” এক জন আবার ব্যঙ্গ করে লেখেন, “ছাদটা কংক্রিট দিয়ে বানিয়ে নিন। আর গরুর গাড়ির চাকা লাগান, পাংচার হবে না।” কেউ লিখেছেন, “ভাল টাইলস লাগাতে পারতেন, বাথরুমের টাইলস কেন লাগালেন?” “গাড়ির ওজন কতটা বেড়েছে?”, প্রশ্ন আর এক জনের।

    গাড়িতে টাইলস বসানোর ভাবনাটি অভিনব মনে হলেও এর বেশ কিছু বড় অসুবিধা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ওজনের কারণে গাড়ির জ্বালানি দক্ষতা কমে যেতে পারে এবং সাসপেনশনের উপর চাপ বাড়তে পারে। গাড়ির কম্পন বা তাপমাত্রার পরিবর্তনে টাইলস ফেটে যেতে পারে ও আলগা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। টাইলসের মাঝের খাঁজে ময়লা জমলে তা পরিষ্কার করাও কঠিন। সর্বোপরি, এই ধরনের পরিবর্তন গাড়ির সুরক্ষা এবং কাঠামোর ক্ষতি করতে পারে। পাশাপাশি বিক্রির সময় এর দামও কমে যেতে পারে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, এর চেয়ে উন্নত মানের ও গাড়ির মাপ অনুযায়ী তৈরি ম্যাট ব্যবহার করাই অনেক বেশি নিরাপদ এবং সুবিধাজনক।
  • Link to this news (আজকাল)