আজকাল ওয়েবডেস্ক: প্রকাশ্যে রাস্তায় প্রস্রাব করতে বাধা দিয়েছিলেন হকারেরা। আর তাতেই মেজাজ হারিয়ে পিস্তল বের করে তাঁদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মধ্যপ্রদেশের গোয়ালিয়রের এই নক্কারজনক ঘটনার ভিডিও ইতিমধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বুধবার গোয়ালিয়রের সিরোল এলাকায়। অভিযোগ, এক ব্যক্তি নিজের গাড়ি থেকে নেমে হকারদের ঠেলাগাড়ির পাশেই প্রস্রাব করতে শুরু করেন। তৎক্ষণাৎ স্থানীয় হকারেরা এই আচরণের প্রতিবাদ করলে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ওই ব্যক্তি এবং স্থানীয় হকারদের মধ্যে তীব্র বচসা চলছে। অভিযোগ, পিস্তল বের করার আগে তিনি অশালীন মন্তব্যও করেন। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এক হকারের স্ত্রী প্রতিবাদ করলে অভিযুক্ত তাঁকে বলেন, "রাতে মেয়েকে বাড়ির ভিতরে রাখুন"। কেন এত রাতে তাঁর মেয়ে বাইরে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
হকারের দায়ের করা অভিযোগ অনুযায়ী, তাঁরা অভিযুক্তের আচরণের প্রতিবাদ করায় ওই ব্যক্তি প্রায় ২০ মিনিট ধরে পিস্তল উঁচিয়ে আস্ফালন করেন। তিনি চিৎকার করে বলতে থাকেন, "আমি তোদের ঠেলাগাড়ি তুলে দেব।"
ঘটনার ভিডিও এক পথচারীর ফোনে আংশিক ভাবে রেকর্ড করা হয়, যা পরে নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিষয়টি পুলিশের নজরে আসতেই দ্রুত পদক্ষেপ করা হয়। বর্তমানে গাড়ির নম্বরের সূত্র ধরে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। ঘটনার জেরে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা চলছে। পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে।
প্রসঙ্গত, আরেক চাঞ্চল্যকর ঘটনা মধ্যপ্রদেশে৷ নিত্যদিন স্বামীর সঙ্গে ঝামেলা, শারীরিক নির্যাতন থেকে মুক্তি পেতেই ভিন রাজ্যে এসে থাকতে শুরু করেন এক যুবতী। যদিও একা থাকতেন না। আরও এক যুবকের সঙ্গে ভাড়াবাড়িতে থাকতেন। এর জেরেই তাঁকে অপহরণ করেন আত্মীয়রাও। তাও আবার সর্বসমক্ষে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মান্দাসৌরে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। শনিবার রাতে গরবা নাচ প্র্যাকটিসের সময় এক যুবতীকে অপহরণ করে নিয়ে যায় একদল লোক। তাতে মহিলারাও ছিলেন। ঘটনার জেরে সকলেই রীতিমতো চমকে যান।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কয়েক মাস আগেই রাজস্থান থেকে মধ্যপ্রদেশের মান্দাসৌরে এসে ভাড়া বাড়িতে থাকতেন যুবতী। এক যুবকের সঙ্গেই তিনি ওই ভাড়া বাড়িতে থাকতেন। তাঁর সঙ্গেই মান্দাসৌরে এসেছিলেন। পরে জানা যায়, যুবতী বিবাহিত। কিন্তু পরিবারের সঙ্গে থাকতে চান না। পরিবারের থেকে দূরে গিয়ে থাকার জন্যেই ক্ষিপ্ত হয়ে ওঠেন আত্মীয়রা।
ঘটনার রাতেই যুবতীর আত্মীয়রা ভাবপর ধর্মশালায় পৌঁছে যান। সেখানেই যুবতী গরবা নাচ প্র্যাকটিস করছিলেন। সকলের সামনেই যুবতীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এমনকী স্থানীয়দের পিস্তল দেখিয়ে হুমকিও দেওয়া হয়, যাতে কেউ বাধা না দেন। ভয়াবহ ঘটনার পরেই স্থানীয়রা থানায় ফোন করে জানান। তড়িঘড়ি করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পাশাপাশি ব্যারিকেড দিয়ে ওই রাস্তার রুট বন্ধ করে দেওয়া হয়।
দুই ঘণ্টা পরেই যুবতীকে উদ্ধার করে পুলিশ। পাশাপাশি এক মহিলা সহ আরও কয়েকজনকে আটক করে তারা। একটি গাড়ি, হুমকি দেওয়ার জন্য ব্যবহৃত খেলনা পিস্তল হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ আধিকারিক পুষ্পেন্দু সিং রাঠোর জানিয়েছেন, অভিযুক্তদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, যুবতীর স্বামীর সঙ্গেই ঝামেলা ছিল। নিত্যদিন স্বামী মদ্যপান করতেন। পাশাপাশি মত্ত অবস্থায় যুবতীকে মারধর করতেন। সেই কারণেই শ্বশুরবাড়ি ছেড়ে অন্য এক যুবকের সঙ্গে ভিন রাজ্যে এসে ছিলেন তিনি। এর জেরেই অপহরণ করে যুবতীকে বাড়ি নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল আত্মীয়দের।