• 'এ ছেলের ভবিষ্যৎ নেই', লঙ্কার গুঁড়ো ছড়িয়ে মেয়েকে কিডন্যাপ করলেন বাবা-মা! ...
    আজকাল | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মেয়ে ভালবাসতেন এক যুবককে। প্রেমের টানে বিয়ে, বিয়ে করে ঘর ছেড়েছিলেন। মেয়ের বিয়ের কয়েকমাস পর, বাবা-মা একেবারে ছক কষে, মেয়েকে অপহরণ করলেন শ্বশুর বাড়ি থেকে। শ্বশুরবাড়ির লোকজনের উপর ছিটিয়ে দিলেন লঙ্কার গুঁড়ো।

    সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে তথ্য, তেলেঙ্গানার মেদচাল-মালকাজগিরি জেলায় এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, এক যুবতী তাঁর বাবা-মা এবং আত্মীয়স্বজনদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছিলেন। মাত্র চার মাস পরেই তাঁকে তাঁর স্বামীর বাড়ি থেকে অপহরণ করলেন বাবা-মা।

    পুলিশের মতে, শ্বেতার পরিবারের আপত্তি সত্ত্বেও প্রবীণ এবং শ্বেতা প্রেমের বিয়েতে আবদ্ধ হন। মঙ্গলবার, শ্বেতার আত্মীয়স্বজনরা প্রবীণের বাড়িতে হামলা চালায়। অভিযোগ, শ্বেতার পরিবারের লোকজন আচমকা হালমা চালিয়ে রীতিমতো চোটপাট করেন। প্রবীণের বাড়ির সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলে, চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে দেন শ্বেতার বাবা মা।

    কিন্তু বিয়েতে বাবা-মা রাজি নন কেন? কারণ কী? জানা গিয়েছে, শ্বেতার বাবা-মার মতে, প্রবীণের ভবিষ্যৎ ততটা উজ্জ্বল নয়, যতটা জামাইয়ের জন্য তাঁরা চান। তা নিয়ে মাঝে মাঝেই খোঁটা দিতেন, মেনেও নেননি মেয়ের স্বামী হিসেবে।

    ইতিমধ্যে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তবে ওই ভিডিওতে দেখা গিয়েছে, শ্বেতাকে শ্বশুরবাড়ি থেকে টানতে টানতে বের করছেন তাঁর পরিবারের সদস্যরা। আরও কয়েকজন বাধা দেওয়ায় তাঁদের উপর হামলাও চালানো হয়। প্রবীণের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে, পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। 
  • Link to this news (আজকাল)