• 'বন্ধু’ ট্রাম্পের পাকিস্তান প্রীতি!‌ ‘‌দোস্ত দোস্ত না রহা’, ‌মোদিকে কটাক্ষ কংগ্রেসের‌...
    আজকাল | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ‌আবু হায়াত বিশ্বাস, নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘‌বন্ধুত্বের’ খেসারত দিতে হচ্ছে ভারতকে। শুল্ক নীতি হোক কিংবা এইচ ১বি ভিসানীতি  —ট্রাম্পের‌ পদক্ষেপ ভারতের বিরুদ্ধে গিয়েছে। এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনা প্রধান অসিম মুনিরের সঙ্গে আজ হোয়াইট হাউসে বৈঠক হতে চলেছে বলে খবর। 

    এমন পরিস্থিতিতে কংগ্রেস নিশানা করেছে ট্রাম্পের ‘‌বন্ধু’ মোদিকে। নমস্তে ট্রাম্প, হাউডি মোদি, কুটনীতির আলিঙ্গন করে লাভটা কী হল? প্রশ্ন কংগ্রেস নেতা জয়রাম রমেশের। তাঁর কটাক্ষ,‘‌দোস্ত দোস্ত না রহা.‌.‌।’ 

    বৃহস্পতিবার এক্স পোস্টে জয়রাম বলেছেন, ২০২৫ সালের মে মাসের মাঝামাঝি থেকে এখনও অবদি রাষ্ট্রপতি ট্রাম্প যা কিছু করেছেন, তার দিকে নজর দেওয়া হোক — তিনি চারটি দেশে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে ট্রাম্প ৪৫ বার দাবি করেছেন ভারত -‌পাকিস্তানের মধ্যে সঙ্ঘর্ষবিরতি করিয়েছেন তিনি। যার ফলেই অপারেশন সিঁদুর হঠাৎ করে বন্ধ হয়ে যায়। ‌‌ 

    জয়রাম এক্স পোস্টে দাবি করেছেন, পাক সেনা প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে হোয়াইট হাউসে অপ্রত্যাশিত মধ্যাহ্নভোজনে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। যার উস্কানিমূলক এবং সাম্প্রদায়িক বক্তব্য পহেলগাঁও সন্ত্রাসী হামলার পটভূমি ছিল। ট্রাম্প মার্কিন-পাকিস্তান অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার কথা বলেছেন। কিছু রিপোর্টে বলা হয়েছে, সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে তিনি মার্কিন-পাকিস্তান অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার কথা বলেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানির উপর শাস্তিমূলক শুল্ক আরোপ করেন এবং এইচ১বি ভিসা নিয়ে কঠোর পদক্ষেপ করেছেন। রাশিয়ার সঙ্গে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সম্পর্কের জন্য ভারতকে লক্ষ্যবস্তু করেন ট্রাম্প। জয়রাম রমেশ এক্স পোস্টে লেখেন, ‘‌খবর অনুযায়ী, আজ হোয়াইট হাউসে ফিল্ড মার্শাল অসীম মুনির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে তার দেখা করার কথা রয়েছে। মোদিকে নিশানা করে কংগ্রেস নেতার কটাক্ষ, তাহলে ‘‌নমস্তে ট্রাম্প’‌—এর কী হল, ‘‌হাউডি মোদি’-‌র কী হল?‌ কুটনীতির আলিঙ্গনের কী হল?‌ দোস্ত দোস্ত না রহা.‌.‌.‌।’‌
  • Link to this news (আজকাল)