• কাজ থেকে ছাঁটাই, বদলা নিতে বস-এর হাত দু'টুকরো করে দিল কর্মী
    আজকাল | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কাজ থেকে ছাঁটাই করে দেওয়ার বদলা! প্রাক্তন কর্মীর ধারালো অস্ত্রের কোপে জলপাইগুড়িতে বাঁ হাত খোয়ালেন এক তামাক ও খড়ির ব্যবসায়ী। জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিত নগর এলাকার ঘটনা। অভিযুক্ত যুবক প্রসূন দাসকে গ্রেপ্তার করেছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কর্মী ও তার প্রাক্তন মালিক একই এলাকার বাসিন্দা। বেশ কিছুদিন আগে প্রসূনকে কোনও একটি কারণে মতান্তর হওয়ায় কাজ থেকে ছাঁটাই করে দিয়ে ছিলেন ওই  তামাক ও খড়ির ব্যবসায়ী পিন্টু দেবনাথ। এই ঘটনায় পিন্টুর উপর যথেষ্টই ক্ষুব্ধ ছিল প্রসূন। বৃহস্পতিবার আচমকাই পিন্টুর উপর চড়াও হয় সে। হাঁসুয়া নিয়ে তার উপর চড়াও হয়। প্রানে মারার চেষ্টা করে। প্রসূনের হাতের হাঁসুয়ার আঘাত ঠেকাতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে টুকরো হয়ে যায় পিন্টুর হাত। আহত ওই ব্যবসায়ীকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে। 

    জানা গিয়েছে, ঘটনার সময় ব্যবসায়ীর চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। তাঁরাই অভিযুক্ত যুবককে আটক করেন। পরে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে অভিযুক্ত প্রসুনকে গ্রেফতার করেছে। এদিন আহত অবস্থায় অ্যাম্বুল্যান্সে শুয়ে পিন্টু দেবনাথ বলেন, ঘটনাটা আজকের নয়। একবছর আগে কাজ থেকে বাদ দিয়েছিলাম।  ওই ছেলেটির আচরণ ভালো নয়। তার আচরনের জন্য আমি তাকে কাজ থেকে সরিয়ে দিয়েছিলাম। আজ ব্যবসার কাজে তামাকের বস্তা নিয়ে বের হয়েছিলাম।  সেই সময় আচমকাই হাঁসুয়া দিয়ে প্রানে মারার চেষ্টা করে। আটকাতে গেলে হাতে কোপ লাগে। এখন শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছে।স্বাভাবিক হতে চাইছি এবং থানায় অভিযোগ দায়ের করা হবে।' 

    এই ঘটনায় পিন্টুর প্রতিবেশী স্বপন দত্ত বলেন, এই ধরনের ঘটনা অপ্রত্যাশিত। হঠাৎ করেই হাঁসুয়া দিয়ে আঘাত করে। জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসা হলেও সেখান থেকে শিলিগুড়িতে স্থানান্তর করা হয়েছে। এলাকাবাসীরা এই ঘটনার পর যুবককে বেঁধে রেখেছিল। পুলিশ গিয়ে তাকে নিয়ে আসে। আমরা অভিযোগ দায়ের করব যাতে অভিযুক্তর শাস্তি হয়।

    তবে স্থানীয়দের দাবি প্রায় এক বছর আগে কাজ থেকে ছাটাইয়ের পর থেকে প্রসুন ক্ষোভ পুষছিল।যার বহিঃপ্রকাশ ঘটে এদিন।পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু প্রানঘাতী হামলায় গুরুতর আহত হয়েছেন একজন।এটা আরো বড়সড় ঘটনা ঘটতে পারত।পুজোর প্রাক মুহুর্তে এই ধরনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে আহত পিন্টু দেবনাথের পরিবার।এলাকা বাসিন্দাদের কথায় এই ধরনের ঘটনা এই এলাকায় আগে কখনো হয়নি,এলাকায় থমথমে পরিবেশ তৈরি হয়েছে।
  • Link to this news (আজকাল)