• পুজোয় বাড়তি সুরক্ষা, কড়া পদক্ষেপ পূর্ব রেলের
    দৈনিক স্টেটসম্যান | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • দুর্গাপুজোর দিনগুলিতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কলকাতার ঠাকুর দেখতে আসেন। তাঁদের জন্য রেল সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম। তাই পুজো শুরু হওয়ার মুখেই স্টেশনে স্টেশনে ভিড় সামলাতে কড়া ব্যবস্থা নিয়েছে পূর্ব রেল। বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়েছে, পঞ্চমী থেকে হাওড়া এবং শিয়ালদহ শাখায় বাড়তি রেল পুলিশ মোতায়েন করা হবে। শিয়ালদহে ভিড় সামলাতে অতিরিক্ত টিকিট কাউন্টারও চালু করা হচ্ছে। কিউআর কোড দেওয়া টিকিটের ব্যবস্থাও থাকছে।

    দুর্গাপুজোয় অনেকেই দিন-সারা রাত ঠাকুর দেখার প্ল্যান করে কলকাতায় আসেন। এই জন্য পুজোর সময় রাতেও রেল ও মেট্রোর পরিষেবা উপলব্ধ থাকে। এবারেও তার ব্যতিক্রম হবে না। পুজোর দিনগুলোতে শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। হাওড়া এবং শিয়ালদহ শাখার জনবহুল স্টেশনগুলিতে আরপিএফ-দের টহলদারি বাড়ানো হবে। মহিলা আরপিএফ-ও রাখা হয়েছে। স্টেশনে কোনওরকম অপরাধমূলক কাজ হলে তাঁরা কড়া পদক্ষেপ করবেন।

    স্টেশন লাগোয়া প্রায় ২০০টির মতো পুজোমণ্ডপকে কেন্দ্র করে নিরাপত্তা বলয় প্রস্তুত করা হচ্ছে। খুব দ্রুত কন্ট্রোল রাম খোলা হবে। স্টেশনের ভিড়ে যদি কেউ চুরির চেষ্টা করে, তাঁকে যাতে হাতেনাতে ধরা যায়, তাই ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমেই নজরদারি চালাবে রেল পুলিশ। এছাড়াও থাকছে ৬ হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা। এগুলি দিয়ে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)