• জারি সতর্কতা! তৃতীয়ার কলকাতায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি... ফের ভয়ংকর দুর্যোগের আশঙ্কা?
    ২৪ ঘন্টা | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • অয়ন ঘোষাল: তৃতীয়ার রাতে কলকাতার আকাশে দুর্যোগের ঘনঘটা। ঘণ্টা তিনেকের মধ্যেই ধেয়ে আসছে ভারী বৃষ্টি। জারি হল কমলা সতর্কতা। সোমবার রাতের রেকর্ডভাঙা বৃষ্টিতে কার্যত জলবন্দি হয়ে পড়েছিল তিলোত্তমা। কিছু কিছু আবাসন এখনও জলমগ্ন, ৩ দিন পেরিয়ে গেলেও এখনও নামেনি জল। তারমধ্যেই আবার আজ ভারী বৃষ্টির পূর্বাভাস।

    আলিপুর আবহাওয়া দফতরের লেটেস্ট বুলেটিন বলছে, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে কলকাতায় ভারী বৃষ্টি আসতে চলেছে। সেইসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলারও বেশ কিছু অংশে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে বজ্রপাত ও বিদ্যুতের ঝলকানি থাকবে। ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়াও বইবে।

    প্রসঙ্গত, মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিমবঙ্গোসাগরে নিম্নচাপে পরিণত হবে। আগামীকাল এটি দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হবে। ২৭ সেপ্টেম্বর সকালে এটি স্থলভাগে প্রবেশ করবে। যেকারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী রবিবার পর্যন্ত।

    সেপ্টেম্বর মাসের বাকি কটা দিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা থাকবে। শনিবার ২৭ সেপ্টেম্বর ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে। কলকাতাতেও মেঘলা আকাশ ও মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা। 

  • Link to this news (২৪ ঘন্টা)