সুমন করাতি, হুগলি: চতুর্থীতে বড় জয় তৃণমূলের। পাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বড় জয় পেল শাসকদল। এই জয়ের পরই পাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে এককভাবে আধিপত্য কায়েম করল তৃণমূল কংগ্রেস। এই ফলাফল স্পষ্ট হতেই সবুজ আবির খেলায় মেতে ওঠেন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে পাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতির এই জয় তৃণমূল কর্মীদের বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
পাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট ৪২টি আসনে নির্বাচন হয়। তবে কোনও আসনেই প্রার্থী দিতে পারেনি বিজেপি সহ বিরোধীরা। ফলে সমিতির মোট ৪২টি আসনের সবকটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল প্রার্থীরা জয়ী হন। গত কয়েকমাস আগেই এলাকার মহানাদ অঞ্চলের মেঘসার সমবায় নির্বাচন হয়। সেখানেও একইভাবে বিরোধীরা কোনও প্রার্থী দিতে পারেনি। ফলে একেবারে প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে জয় পায় তৃণমূল। একের পর এক সমবায়ে জয়জয়কারে উচ্ছ্বসিত স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
তৃণমূলের অঞ্চল সভাপতি দেবব্রত দাস বলেন, “যা আশা করেছিলাম সেটাই হয়েছে। বিজেপি বা বিরোধী বলে কিছু নেই। মানুষ আমাদের উপর ভরসা করেছে বলেই আমরা এককভাবে এই জয় পেয়েছি।” তৃণমূল নেতার কথায়, ”এই জয় সৈনিকদের বাড়তি এনার্জি দিল।” বিরোধীদের ভোট-পাখি বলে কটাক্ষ করে দেবব্রতবাবু বলেন, “মানুষের সুখে দুঃখে বিরোধীরা থাকে না। ভোটের আগে ভোট-পাখি হয়ে ভোট চায়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত।” আর সেটাই এই জয়ের অন্যতম কারণ বলেও মন্তব্য তৃণমূল নেতার।