• ‘আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না’, জমা জলে প্রাণহানির ঘটনায় বিরোধীদের জবাব মমতার
    প্রতিদিন | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না।” পুজো উদ্বোধনে গিয়ে ফের একবার বিরোধীদের আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের আবহে সোমবার প্রবল দুর্যোগের মুখোমুখি হতে হয়েছে শহরবাসীকে। বৃষ্টিতে একেবারে বানভাসি অবস্থা হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯জনের মৃত্যু হয়েছে। ঘটনা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর। আরও একবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্টবার্তা, ”আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না। মৃত্যু দুর্ভাগ্যজনক। যারা মৃত্যু নিয়ে রাজনীতি করে, তাঁরা নিজেদের মুখ আয়নায় দেখুক।” বাংলার মানুষের পাশে থাকবেন বলেও আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

    আজ চতুর্থীতেও শহরের একাধিক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রথমে আলিপুর বডিগার্ড লাইনস আবাসিকের দুর্গাপুজো, এরপর সুরুচি সংঘের পুজো উদ্বোধন করেন। সেই মঞ্চ থেকে নাম না করে দিল্লির বিজেপি সরকারকে একহাত নেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, ডিভিসির কারণেই যে বারবার বাংলা ভাসছে তাও স্পষ্ট করেন। মুখ্যমন্ত্রী বলেন, ”এত বৃষ্টি কখনও হয়নি। এর মধ্যেই ফরাক্কা, বিহারের সব জল গঙ্গায় এসে ঢুকেছে। ফরাক্কায় ড্রেজিং হয় না, কলকাতা পোর্টও গঙ্গার ড্রেজিং করে না।” এমনকী ফরাক্কা, ডিভিসি, মাইথনও ড্রেজিং করে না বলে অভিযোগ প্রশাসনিক প্রধানের। অভিযোগ, ”ওদের ছাড়া জলে আমরা ডুবি। বলতে বলতে আমার গলা ব্যথা হয়ে গিয়েছে। কিছুতেই শোনে না।”

    তবে মুখ্যমন্ত্রী জানান, এসবের পরেও কয়েকঘণ্টার মধ্যেই জমা জল বের করে আনা সম্ভব হয়েছে। তিনি জানান, ”৩০০ মিলিমিটার রেঞ্জে বৃষ্টি হয়েছে। গঙ্গা ভর্তি, নালা-নদী ভর্তি, খাল-পুকুর ভর্তি ছিল। কিন্তু এরপরেও ছয় ঘণ্টার মধ্যে বেশিরভাগ জলটাই সরিয়ে ফেলা হয়েছে।” কিন্তু তা খুব একটা সহজ ছিল না বলে মন্তব্য করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ”এর মধ্যেই ছিল ভরা কোটাল। এর মধ্যেই জল কেন জমেছে কোর্টে কেস করেছে।” এই প্রসঙ্গে বিরোধীদের একহাত নিয়ে তিনি আরও বলেন, ”যারা কেস করেছে তাঁরা কেন্দ্রকে তো জিজ্ঞেস করতে পারে, কেন ড্রেজিং করা হয়নি।”

    এরপরেই বর্ষার সময় বিজেপিশাসিত রাজ্যগুলির অবস্থা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ”লন্ডনেও জল জমলে ১০দিন থাকে। দিল্লি, মহারাষ্ট্রে জল জমলেও পাঁচ-ছয়দিন থাকে।” কেন্দ্রকে তোপ দেগে তিনি বলেন, ”তোমরা আমাদের জলে ভাসাও, আমরা জল তাড়াই। সাড়ে পাঁচ লাখ পুকুর কাটা হয়েছে। ৫০০ চেকড্যাম তৈরি করা হয়েছে। সেই কারণে জল বের করে দেওয়া সম্ভব হয়েছে।” তবে মানুষের আশীর্বাদে ক্ষমতা ফিরলে কার্যত দেখে নেওয়ারও হুঁশিয়ারি প্রশাসনিক প্রধানের। বলেন, ”যদি আপনাদের আশীর্বাদে আমি ফিরে আসতে পারি, জানি হাউ টু ট্রিট।” ওরা না করলে অল্টারনেটিভ কীভাবে করতে হয় তা যে জানেন তা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (প্রতিদিন)