• অভিযুক্ত পুলিশ কর্তাদের আড়াল করছে BJP সরকার? সুপ্রিম ভর্ৎসনার মুখে CBI-ও
    এই সময় | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • বৃহস্পতিবার, সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল মধ্যপ্রদেশ সরকার এবং কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা CBI। পুলিশি হেফাজতে ২৫ বছর বয়সি দেবা পারধির মৃত্যুর ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ কর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। গত ১৫ মে ওই নির্দেশ দেওয়া হয়েছিল। তার পরে চার মাস কেটে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। এই কারণেই রাজ্য সরকার ও CBI-কে তীব্র ভর্ৎসনা করে বিচারপতি বিভি নাগরত্না এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ।

    শীর্ষ আদালতের মতে অভিযুক্ত কর্তাদের বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সরকার। তার জন্যে তারা সুপ্রিম কোর্টের আদেশকেও অবমাননা করছে। নিহত দেবা পারধির পরিবারও আদালত অবমাননা অভিযোগেই আবেদন করেছিল। এই মামলার শুনানি চলাকালীন আদালত জানতে পারে, গ্রেপ্তারের নির্দেশ থাকা সত্ত্বেও অভিযুক্ত পুলিশ কর্তাদের গ্রেপ্তার করা হয়নি শুধু নয়, তাঁরা নিয়মিত বেতনও পাচ্ছেন।

    CBI-এর পক্ষ থেকে আদালতে দাবি করা হয়, অভিযুক্তরা পলাতক এবং তাঁদের ধরিয়ে দেওয়ার জন্য ২ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। কিন্তু CBI-এর ভূমিকাতেও অসন্তুষ্ট হয় আদালত।

    বিচারপতি নাগরত্না এবং বিচারপতি মহাদেবনের বেঞ্চ রাজ্য সরকারকে সতর্ক করে জানায়, পরবর্তী শুনানিতে প্রয়োজনে মধ্যপ্রদেশের মুখ্য সচিবকে ব্যক্তিগত ভাবে উপস্থিত থাকতে হতে পারে। এই মামলার পরের শুনানি হবে শুক্রবার।

  • Link to this news (এই সময়)