• মুখ্যমন্ত্রী দাবি মেনে ক্ষতিপূরণের ঘোষণা CESC-এর, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুতে কত টাকা দেবে সংস্থা?
    এই সময় | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • দায় এড়ালেও অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মানল CESC। মঙ্গলবার কলকাতার জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট জন নাগরিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা করল কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন। বৃহস্পতিবার বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে মৃতদের প্রত্যেকের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

    এ প্রসঙ্গে CESC-এর ডিস্ট্রিবিউশন সার্ভিসেস-এর এক্সিকিউটিভ ডিরেক্টর অরিজিৎ ঘোষ বলেন, ‘আমাদের শহরে সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যে প্রাণহানি ঘটেছে, তাতে CESC গভীরভাবে মর্মাহত। আমরা তাঁদের পাশে আছি এবং স্বীকার করছি যে, এই ক্ষতি কোনোভাবেই পূরণযোগ্য নয়।’ একইসঙ্গে তিনি জানান, মানবিক দিক বিবেচনা করে মুখ্যমন্ত্রীর আন্তরিক ইচ্ছাকে সম্মান জানিয়ে CESC প্রত্যেক মৃতের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ৫ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

    বিস্তারিত আসছে...

  • Link to this news (এই সময়)