• লাদাখে সোনম ওয়াংচুকের বিরুদ্ধে সিবিআই তদন্ত, লাইসেন্স বাতিল করা হল এনজিও'র
    আজকাল | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: লাদাখের শিক্ষা ও সমাজকর্মী সোনম ওয়াংচুক প্রতিষ্ঠিত হিমালয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভস লাদাখ (HIAL)-এর বিরুদ্ধে বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন, Foreign Contribution (Regulation) Act (FCRA) লঙ্ঘনের অভিযোগে কেন্দ্রীয় অনুসন্ধানকারী সংস্থা CBI তদন্ত শুরু করেছে। লাইসেন্স বাতিল করা হল তাঁর  এনজিও'র।  

    সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দুই মাস আগে শুরু হওয়া এই তদন্তে ওয়াংচুকের ৬ ফেব্রুয়ারি পাকিস্তান সফর-কেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়াংচুক দীর্ঘদিন ধরে লাদাখকে পূর্ণ রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া এবং সংবিধানের ষষ্ঠ সূচি সম্প্রসারণের দাবিতে নেতৃত্ব দিচ্ছেন। সম্প্রতি তিনি এক দীর্ঘ ক্ষুধা ধর্মঘটও শেষ করেছেন।

    আগস্ট মাসে লাদাখ প্রশাসন HIAL-কে বরাদ্দ করা জমি বাতিল করে। স্থানীয় বিভিন্ন গোষ্ঠী এই সিদ্ধান্তকে সমালোচনা করে বলেছে যে এটি সংবিধানিক নিরাপত্তা দাবিকারীদের “কণ্ঠ রোধের” প্রচেষ্টা। ওয়াংচুকের বিরুদ্ধে একই সময়ে রাজ্যের দাবি সংক্রান্ত বিক্ষোভে হিংসা উস্কানোর অভিযোগও উঠেছে।বুধবার সংঘর্ষে চারজন নিহত এবং কমপক্ষে ৮০ জন আহত হয়, যার মধ্যে ৪০ জন নিরাপত্তা কর্মী। যুবকেরা অগ্নিসংযোগে লিপ্ত হয়, বিজেপি ও হিল কাউন্সিলের অফিস ভাঙচুর করে এবং যানবাহন জ্বালিয়ে দেয়। পুলিশ ও আধা সেনাবাহিনী কাঁদানে গ্যাস ব্যবহার করে জনতা ছত্রভঙ্গ করে। জেলা জুড়ে কারফিউ জারি করা হয়।

    কেন্দ্র দাবি করেছে যে, তারা লেহ অ্যাপেক্স বডি এবং কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সঙ্গে বহুবার আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক করেছে। তবে, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তি”দের হস্তক্ষেপে আলোচনায় ব্যাঘাত ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছে। কেন্দ্রের যুক্তি, পূর্ণ রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ সূচি সংক্রান্ত দাবি ইতিমধ্যেই HPC আলোচনার অংশ ছিল। অন্যদিকে, স্থানীয় গোষ্ঠীর জন্য ওয়াংচুকের বিরুদ্ধে অভিযান ও তদন্ত লাদাখে ন্যায়বিচ্ছিন্নতার অনুভূতি আরও গভীর করছে। অনেকের মতে, গণতান্ত্রিক দাবির জন্য সক্রিয়দের টার্গেট  করা মানে লাদাখের স্বাধীনতা ও সংবিধানগত প্রতিশ্রুতির প্রতি আক্রমণ।
  • Link to this news (আজকাল)