• লোকাল ট্রেনের মধ্যেই নাচতে শুরু করলেন তিন মহিলা! দেখে বাকি যাত্রীরা যা করলেন, হাঁ হয়ে গেল নেটপাড়া ...
    আজকাল | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রোজকার চেনা ভিড়, হট্টগোল আর ব্যস্ততার ছবিটাকে এক মুহূর্তে বদলে দিল উৎসবের আনন্দ। কর্মব্যস্ত দিনের শেষে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেনেই বেজে উঠল গরবার সুর, আর তার তালে মেতে উঠলেন একদল মহিলা। নিত্যদিনের যাত্রাপথ হয়ে উঠল এক স্মরণীয় উৎসবের মঞ্চ। বৃহস্পতিবার মুম্বইয়ের এক লোকাল ট্রেনের মহিলা কামরার এই দৃশ্যই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটিজেনদের কথায়, এই ঘটনা আরও একবার দেখিয়ে দিল মুম্বইয়ের প্রাণশক্তি কতটা অদম্য, মুম্বই শত প্রতিকূলতার মাঝেও আনন্দ খুঁজে নিতে জানে।

    ঘটনার সূত্রপাত বোরিভালি থেকে চার্চগেটগামী একটি বাতানুকূল লোকাল ট্রেনে। নবরাত্রি উৎসব উপলক্ষে দেশজুড়ে যখন ভক্তি ও আরাধনার আবহাওয়া, তখন তার ছোঁয়া লাগল বাণিজ্যনগরীর লাইফলাইনেও। এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, ট্রেনের কামরার মধ্যেই তিন জন মহিলা গরবা নাচ শুরু করেছেন। নবরাত্রির চতুর্থ দিনে দেবী কুষ্মাণ্ডার আরাধনার প্রতীক হিসেবে তিনজনের পরনেই ছিল হলুদ পোশাক। কামরার ভিতরে বাজতে থাকা গুজরাটি লোকগীতির সঙ্গে তাঁদের পায়ের নিখুঁত চলন এবং হাসিমুখই বলে দিচ্ছিল উৎসবের আনন্দকে তাঁরা কতটা আত্মস্থ করেছেন।

    প্রথমে তিনজন শুরু করলেও, তাঁদের এই স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দ্রুত ছড়িয়ে পড়ে কামরার অন্য যাত্রীদের মধ্যেও। কিছুক্ষণের মধ্যেই আরও কয়েকজন মহিলা তাঁদের সঙ্গে গরবার তালে পা মেলান। যাঁরা নাচে যোগ দেননি, তাঁরাও হাততালি দিয়ে এবং মোবাইল ফোনে এই বিরল মুহূর্তের ছবি তুলে তাঁদের উৎসাহ জোগান। মুম্বই লোকাল ট্রেন সাধারণত দুর্ঘটনা, বচসা বা অসহনীয় ভিড়ের জন্যই শিরোনামে আসে। কিন্তু এই ঘটনা নিত্যদিনের কঠিন রেলযাত্রার এক অন্য ছবি তুলে ধরল। রেলের কামরাটি কিছুক্ষণের জন্য হয়ে উঠেছিল গুজরাটি লোকগীতি ও গরবার এক প্রাণবন্ত আসর। এই দৃশ্য কেবল ওই ট্রেনের যাত্রীদের মুখেই হাসি ফোটায়নি, বরং ইন্টারনেট মারফত লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছে।

    ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বই অবিরাম ছুটে চলা এবং কঠোর জীবন সংগ্রামের জন্যই পরিচিত। তবু উৎসবের দিনগুলিতে সেই মুম্বই এক ভিন্ন রূপ ধারণ করে। গণেশ চতুর্থীর জাঁকজমকপূর্ণ উদযাপনের পর নবরাত্রি উপলক্ষেও সেজে ওঠে এই শহর। শহরের বিভিন্ন আবাসন এবং এলাকায় তৈরি হয় আকর্ষণীয় প্যান্ডেল, সন্ধ্যায় আয়োজন করা হয় ডান্ডিয়া ও গরবার। সারাদিনের ক্লান্তি ভুলে মানুষ মেতে ওঠেন ভক্তি ও লোকনৃত্যের ছন্দে। চলন্ত ট্রেনের এই গরবা যেন সেই উৎসবেরই এক চলমান সংস্করণ।

    এই ছোট্ট ঘটনাটি ভারতের উৎসব উদযাপনের এক অসাধারণ দিক তুলে ধরেছে বলেই মত নেটিজেনদের একাংশের। এই ঘটনা দেখিয়ে দিয়েছে যে আনন্দ করার জন্য কোনও নির্দিষ্ট স্থান বা মঞ্চের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় কেবল স্বতঃস্ফূর্ত ইচ্ছার। ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের এই উৎসবে মিলেমিশে যাওয়ার প্রবণতাই ভারতের সাংস্কৃতিক ঐক্যের মূল ভিত্তি। মুম্বই লোকালের এই কয়েক মিনিটের ভিডিও সেই ভক্তি, ভালবাসা এবং উষ্ণতারই এক নিখুঁত দলিল হয়ে উঠেছে, যা নবরাত্রির মতো উৎসবগুলিকে এত রঙিন ও প্রাণবন্ত করে তোলে।
  • Link to this news (আজকাল)