বিয়ে হলে গোত্র বদল, উইল না করলে নিঃসন্তান বিধবার সম্পত্তি শ্বশুরবাড়ির, জানাল সুপ্রিম কোর্ট
বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৫
নয়াদিল্লি: নিঃসন্তান হিন্দু বিধবার মৃত্যু হলে তাঁর সম্পত্তির দাবিদার হবেন শ্বশুরবাড়ির লোকজন। বাপের বাড়ির সদস্যদের কিছু পাওয়ার কথা নয়। কারণ, বিয়েতে কন্যাদানের সময় মহিলাদের গোত্র বদলে যায়। বুধবার এমনটাই জানাল সুপ্রিম কোর্ট।
নিঃসন্তান বিধবা মৃত্যুর আগে উইল না করলে স্বামীর পরিবারের সদস্যদেরই সম্পত্তি পাওয়ার কথা। এক্ষেত্রে সম্পত্তির উপর মহিলার বাপের বাড়ির কোনও অধিকার নেই। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি চলছিল বিচারপতি বি ভি নাগরত্না ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে। সেখানেই আইনের পাশাপাশি সাংস্কৃতিক পরিকাঠামোর কথা উল্লেখ করেন বিচারপতি নাগরত্না। পর্যবেক্ষণে বেঞ্চ জানায়, ‘বিতর্কে যাওয়ার আগে মনে রাখবেন, এটা হিন্দু উত্তরাধিকার আইন। আপনারা হয়তো এই শব্দটি পছন্দ করবেন না। হিন্দু বিবাহে কন্যাদান বলে একটি রীতি রয়েছে। সেই সময় একজন মহিলার নাম ও গোত্র বদলে যায়।’ দক্ষিণ ভারতের বৈবাহিক আচার-অনুষ্ঠানের কথা উল্লেখ করে বিচারপতি নাগরত্না বলেন, ‘দক্ষিণ ভারতে বিবাহের সময় মহিলার গোত্র বদলের বিষয়টি ঘোষণা করা হয়। এগুলো থেকে আপনারা সরে যেতে পারেন না। তথ্যের ভিত্তিতে কঠোর আইন তৈরি করা ঠিক নয়। হাজার হাজার বছর ধরে এই রীতি চলে আসছে। আমরা চাই না যে আমাদের রায়ের কারণে সেটা নষ্ট হোক।’ মামলার নিষ্পত্তির জন্য দু’পক্ষকে মিডিয়েশন সেন্টারে পাঠিয়েছে শীর্ষ আদালত। পরবর্তী শুনানি ১১ নভেম্বর। এদিন মহিলার বাপের বাড়ির হয়ে সওয়াল করছিলেন আইনজীবী কপিল সিবাল। সংশ্লিষ্ট আইনকে স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক আখ্যা দিয়ে তিনি বলেন, ‘উইল না থাকা অবস্থায় কোনও পুরুষের মৃত্যু হলে সম্পত্তি পায় তাঁর পরিবার। তাহলে একজন মহিলার ক্ষেত্রে তাঁর স্বামীর পরিবার কেন সম্পত্তি ভোগ করবে?’ সঙ্গে সহ্গে অন্য পক্ষের আইনজীবী মানেকা গুরুস্বামী জানান,আইনের নির্দিষ্ট বিধানকে চ্যালেঞ্জ করা হয়েছে। ধর্মীয় কোনও আচার অনুষ্ঠানের বিরোধিতা করা হয়নি। দু’পক্ষের বক্তব্য শুনে বিচারপতি নাগরত্না জানান, বিয়ের পর একজন মহিলার দায়িত্ব তাঁর স্বামী ও শ্বশুরবাড়িকেই নিতে হয়। তাঁর কথায়, ‘বিবাহবিচ্ছিন্ন মহিলা তাঁর মা-বাবা বা ভাইবোনের থেকে খোরপোশ চাইবেন না। উত্তরাধিকার আইন অনুযায়ী, বিয়ের পর মহিলার দায়িত্ব কে নেয়? স্বামী. শ্বশুরবাড়ি, সন্তান ও স্বামীর পরিবার। ভাইয়ের বিরুদ্ধে একজন মহিলা খোরপোশের মামলা করবেন না। এক্ষেত্রে স্বামীর বিরুদ্ধে লড়বেন তিনি। তবে সন্তান না থাকলে তিনি উইল করতেই পারেন।’