• সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে উত্তেজনা, গান্ধীনগরে আটক ৬০
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • গান্ধীনগর: সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে সংঘর্ষ গুজরাতে। আটক কমপক্ষে ৬০ জন। জানা গিয়েছে, বুধবার রাতে গান্ধীনগর জেলার এক যুবকের পোস্ট ঘিরে উত্তেজনা তৈরি হয়। এরপর একদল লোক তাঁর দোকানের সামনে আগুন লাগানোর চেষ্টা করে। অশান্তির জেরে এলাকার চারটি দোকান পুড়ে যায়। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে এলে তাদের গাড়িতেও হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড টিয়ার গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ। রাতভর ব্যাপক তল্লাশির পর ভোরের দিকে শান্তি ফেরে। ইতিমধ্যে ৬০ জনকে আটক করা হয়েছে। আরও প্রায় ২০ জনকে চিহ্নিত করা গিয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার রবি তেজা বাসমশেট্টি। পুলিশ জানিয়েছে, সংঘর্ষের আতঙ্কে বহু গ্রামবাসী ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন। এলাকায় দুই কোম্পানি এসআরপি সহ ২০০-এরও বেশি পুলিশ মোতায়েন হয়েছে।
  • Link to this news (বর্তমান)