পাল্লা ২০০০ কিমি, ট্রেন থেকে সফল পরীক্ষা ‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্রের
বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৫
নয়াদিল্লি: এবার ট্রেন থেকেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। নয়া নজির তৈরি করল ডিআরডিও। বৃহস্পতিবার চলমান লঞ্চার সিস্টেম থেকে সফলভাবে উৎক্ষেপণ হল অগ্নি প্রাইম মিসাইলের। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন , ‘বিশেষভাবে তৈরি রেল বেসড রকেট লঞ্চার থেকে এই ধরনের পরীক্ষা প্রথমবার হল।’ প্রতিরক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, অগ্নি প্রাইম মিসাইল ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এবং পরমাণু অস্ত্র বহনে সক্ষম।
পৃথিবীর খুব কম দেশের হাতেই চলমান লঞ্চার সিস্টেম থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ার প্রযুক্তি রয়েছে। রাশিয়া, আমেরিকা ও চীনের পর সেই তালিকায় এবার ঢুকে পড়ল ভারতও। উত্তর কোরিয়া ২০২১ সালে এই ধরনের রকেট লঞ্চার সিস্টেম তৈরির দাবি করলেও এব্যাপারে যথেষ্ট প্রমাণ মেলেনি। বিশেষজ্ঞমহল জানাচ্ছে, এই রকেট লঞ্চার সিস্টেমের সাহায্যে দেশের যে কোনও অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা সম্ভব হবে। পাশাপাশি শত্রুদেশের স্যাটেলাইটের নজর এড়িয়ে রেলের টানেলে এই ধরনের মিসাইল লঞ্চার লুকিয়ে রাখারও সুবিধা রয়েছে। লুকিয়ে রাখা এই রকেট লঞ্চার থেকে আচমকা হামলা করে শত্রুদেশকেও চমকে দিতে পারবে ভারত।