বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তপসিলে অন্তর্ভূক্তি। এই দুই দাবিতে যুব সংগঠনের বিক্ষোভে বুধবার অগ্নিগর্ভ হয়ে ওঠে লাদাখ। মৃত্যু হয় চারজনের। জখম অন্তত ৮০। ওই বিক্ষোভের পরদিন বৃহস্পতিবারও থমথমে লে। জারি কার্ফু। দোকান-বাজার, সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন। জায়গায় জায়গায় মোতায়েন পুলিস ও আধা সামরিক বাহিনী। পুলিসের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, এদিন কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে। এরইমধ্যে ঘটনায় নয়া মোড়। এখনও পর্যন্ত ৫০ জনকে আটক করেছে পুলিস। এরমধ্যে নেপালের দুই নাগরিককে গ্রেফতার করা হয়েছে বলে খবর। এই ঘটনায় বিক্ষোভে ‘বিদেশি মদতে’র দাবিই জোরাল হল বলে মনে করা হচ্ছে। পুলিস সূত্রের খবর, লাদাখের বিক্ষোভে আহত চারজন নেপালি নাগরিক। এর মধ্যে পুলিশকে আক্রমণের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের চিকিৎসা চলছে।
লেফটেন্যান্ট গভর্নর কবিন্দার গুপ্তা এদিন উচ্চ পর্যায়ের বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করেন। এরইমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। বুধবারই ঘটনায় পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলেছিল কেন্দ্র। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই। এরপরই সুর চড়িয়েছেন বাস্তবের ‘র্যাঞ্চো’। সোনামের হুঁশিয়ারি, তাঁকে জেলে পাঠানো হলে পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে। ওই পরিবেশ কর্মীর বক্তব্য, তাঁকে বলির পাঁঠা করা হচ্ছে। তাঁর আশঙ্কা, জন নিরাপত্তা আইনে তাঁকে দু’বছরের জন্য জেলে পাঠানো হতে পারে। এরপরই তিনি সতর্কতার সুরে সোনামের বক্তব্য, ‘আমি জেলে যেতে প্রস্তুত। তবে মুক্ত সোনম ওয়াংচুকের থেকে জেলবন্দি সোনম ওয়াংচুক কাছে আরও বেশি সমস্যার হবে।’
অন্যদিকে, লাদাখ পরিস্থিতির জন্য বিজেপিকেই দায়ী করেছে কংগ্রেস। দলের নেতা পবন খেরা বলেছেন, ‘সরকারের প্রতিশ্রুতি পালনে ব্যর্থতার এটি প্রকৃষ্ট উদাহরণ। ২০১৯ সালে সংসদ থেকে ঘোষণা করা হয়েছিল পূর্বতন জম্মু ও কাশ্মীরে শান্তি ফিরবে। ছ’বছর পর দেখা যাচ্ছে সমস্যা আরও গভীর হয়েছে।’ সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, ‘বিজেপি প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে। তাই এই অশান্তি।’ অন্যদিকে, সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লা। তিনি বলেন, ‘লাদাখ সীমান্তবর্তী এলাকা। চীন চুপিসারে জমি দখল করছে। আলাপ আলোচনা করে সরকারের সমস্যা মেটানো উচিত।’