ফের স্বনির্ভরতার বার্তা, রাশিয়া আমাদের পরীক্ষিত বন্ধু: মোদি
বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৫
গ্রেটার নয়ডা: শুল্ক নীতির জেরে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে। এরইমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায় ফের আত্মনির্ভরতার বার্তা। বৃহস্পতিবার তিনি বলেছেন,ভারতকে অবশ্যই আত্মনির্ভর হয়ে উঠতে হবে। তাঁর
দাবি, আন্তর্জাতিক স্তরে অনিশ্চিয়তা সত্ত্বেও ভারতের আর্থিক বৃদ্ধির গতি নজরকাড়া রয়েছে। বৃহস্পতিবার গ্রেটার নয়ডায় উত্তরপ্রদেশের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে প্রধানমন্ত্রী একথা বলেছেন। এই প্রদর্শনীতে কান্ট্রি পার্টনার রাশিয়া। এই প্রসঙ্গও উঠে এল মোদির ভাষণে। তিনি বললেন,‘রাশিয়া আমাদের পরীক্ষিত বন্ধ। সেই সম্পর্ক আরও জোরাল হয়ে উঠেছে। ’ আত্মনির্ভরতা ও রাশিয়ার সঙ্গে সম্পর্কের উল্লেখ করে মোদি পরোক্ষে ডোনাল্ড ট্রাম্পের দেশকেই বার্তা দিলেন বলে মনে করা হচ্ছে।
আমেরিকার সঙ্গে শুল্ক সংঘাতে সেদেশে পণ্য রপ্তানি ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতিতে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের সাফল্যে সরকারের প্রচেষ্টার উল্লেখ করেছেন মোদি। তিনি বলেছেন, চিপ থেকে শুরু করে জাহাজ, উৎপাদনে স্বনির্ভরতাই সরকারের লক্ষ্য। এই প্রসঙ্গেই মোদি জানান, শীঘ্রই উত্তরপ্রদেশের কারখানা থেকে একে-২০৩ রাইফেল উৎপাদনের শুরু হবে। সেনার হাতে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে ওই অস্ত্র। যৌথ সংস্থা ইন্দো-রাশিয়া রাইফেলস প্রাইভেট লিমিটেড (আইআরআরপিএল) এই অস্ত্র তৈরি করছে। একে-৪৭ এবং একে-৫৬ রাইফেলের থেকেও উন্নত এই হাতিয়ারের নাম দেওয়া হয়েছে ‘শের’।