নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোট গণনায় এবার বদল আনছে নির্বাচন কমিশন। এবার থেকে ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট গণনা শেষ হওয়ার আগে ‘পোস্টাল ব্যালট’ গোনার কাজ সম্পূর্ণ করতে হবে। সেজন্য শেষ দুই রাউন্ডের আগে ইভিএমের ভোট গণনা স্থগিত করে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত না পোস্টার ব্যালট গোনা শেষ হচ্ছে, ততক্ষণ ইভিএমের বাকি দুই রাউন্ড গোনা হবে না। আগামী বিহার বিধানসভা ভোটে এই নিয়ম কার্যকর হবে।
অন্যদিকে, এবার একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম থাকলে তা ধরা পড়ে যাবে। এমনই প্রযুক্তি তৈরি করেছে কমিশন। কমিশনের শীর্ষ সূত্রে খবর, গোটা দেশে যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে, সেখানেই এই নতুন প্রযুক্তি কাজে লাগানো হবে। কমিশন এমন এক সফ্টওয়্যার তৈরি করেছে যাতে একই রাজ্যে তো বটেই, ভিন রাজ্যেও একই ব্যক্তির নামে একাধিক ভোটার কার্ড থাকলে তা ধরা পড়ে যাবে।
একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম থাকা আইনত দণ্ডনীয়। নাম তোলা বা ঠিকানা পরিবর্তনের ফর্মে তা লেখাও থাকে। কিন্তু তারপরেও একাধিক জায়গায় অনেকেরই নাম থাকে। তবে এবার নতুন এসআইআরে ব্যক্তির নামের সঙ্গে আধার, জন্ম শংসাপত্র, ফোন নাম্বার মিলে গেলেই তাঁকে নোটিস পাঠানো হবে। পরামর্শ দেওয়া হবে, যেকোনও একটি জায়গায় নাম রাখুন। এদিকে, গণনায় নিয়ম পরিবর্তনে ভোট গণনা প্রক্রিয়ায় আরও বিলম্ব হবে না তো? উঠছে প্রশ্ন। এমনিতেই ইদানিং শেষ রাউন্ডের দিকে গণনার ফলাফল জানাতে কমিশন দেরি করে বলেই অভিযোগ। কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলির কারচুপির অভিযোগও ওঠে। এতৎসত্ত্বেও ভোট গণনায় শেষ দু’ রাউন্ডের আগে তা থামিয়ে দিয়ে পোস্টাল ব্যালট গণনায় জোর দেওয়ার বিষয়টিতে প্রশ্ন থেকেই যাচ্ছে। পোস্টাল ব্যালট গুনতে সাধারণত সময় লাগে। ফলে তার গণনা শেষে নির্বাচনী এজেন্টদের ধৈর্য্যচূতি হতেই পারে। আর তা যদি হয়, তাহলে ইভিএমের শেষ দু রাউন্ড গণনার সময় অনেকেই আগ্রহ হারাতেও পারে। তবে কমিশন তা মানতে রাজি নয়। কমিশনের দাবি, গণনায় আরও স্বচ্ছতা আনতেই নিয়মে এই বদল। পোস্টাল ব্যালট গোনা শুরু হবে সকাল আটটায়। ইভিএমের ভোট গণনা শুরু হবে সাড়ে আটটায়। দুটোই চলে সমানতালে। সাধারণত পোস্টাল ব্যালট আগেই গোনা শেষ হয়ে যায়। কিন্তু ইদানিং ৮৫ উর্ধ্ব, বিশেষভাবে সক্ষম ভোটারদের ভোটও বাড়িতে গিয়ে নিয়ে আসা শুরু করেছে কমিশন। ফলে দিনদিন পোস্টাল ব্যালট তথা ইলেক্ট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালটের (ইটিবিপিএস) সংখ্যা বাড়ছে। তাই গণনায় যাতে পোস্টাল ব্যালট নিয়ে কোনও রাজনৈতিক দলের কোনওরকম অভিযোগ না থাকে, তারই লক্ষ্যে গণনায় নিয়ম বদল করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।