নয়াদিল্লি: ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাত নিয়ে মোদি সরকারের ভূমিকা নিয়ে ফের সরব প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তাঁর সাফ কথা, এক্ষেত্রে মোদি সরকারের অবস্থান মানবিকতা এবং নৈতিকতার পরিপন্থী। একটি সংবাদপত্রে প্রকাশিত নিবন্ধে সোনিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছেন। তিনি বলেছেন, ‘ভারতের সাংবিধানিক মূল্যবোধ এবং কৌশলগত স্বার্থের থেকেও মোদি ও ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বন্ধুত্বকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বিদেশনীতিতে এরকম ব্যক্তিগত কূটনীতির স্থান হতে পারে না।’