গঙ্গা ভাঙনে বারবার ভিটেমাটি হারালেও পুজো বন্ধ করেনি আমিনপাড়ার মণ্ডল পরিবারের
বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৫
গৌতম অধিকারী, কালিয়াচক:
গঙ্গা নদীর ভাঙনে ভিটেমাটি হারানোর পরেও ২০০ বছরের ঐতিহ্য ধরে রেখেছে মালদহের মণ্ডল পরিবার। কালিয়াচক-৩ ব্লকের বীরনগর-২ গ্রাম পঞ্চায়েতের আমিনপাড়া গ্রামের মণ্ডল পরিবারে দুই শতাব্দী ধরে পূজিতা হয়ে আসছেন তাদের কুলদেবী মা মহিষাসুরমর্দিনী। এটিই কালিয়াচকের তিনটি ব্লকের একমাত্র দুর্গাপুজো যেখানে নবমীর দিন পাঁঠাবলি হয়। জানা গিয়েছে, মণ্ডল পরিবারের পূর্ব পুরুষরা একসময় মোথাবাড়ির জরলাহি গ্রামে বসবাস করতেন। সেখানেই শুরু হয়েছিল এই পারিবারিক পুজো। কিন্তু গঙ্গা ভাঙনের কারণে সেই গ্রাম নদীগর্ভে তলিয়ে যায়। এরপর তারা আশ্রয় নেন পাশের গ্রামে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই গ্রামটিও গঙ্গার করাল গ্রাসে হারিয়ে যায়। বর্তমানে পরিবারটি আমিনপাড়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেছে এবং সেখানেই তারা প্রতি বছর পুজো করে আসছে। আর্থিক প্রতিবন্ধকতা সত্ত্বেও অটল ভক্তিতে বর্তমান বংশধরেরা পুজোর আয়োজন করছেন।
মণ্ডল পরিবারের বড় ছেলে অখিল মণ্ডল নৌকার মাঝি এবং মেজ ও ছোট ছেলে যথাক্রমে শ্যামল মণ্ডল ও সুদর্শন মণ্ডল টোটো চালিয়ে সংসার চালান। কারোর সাহায্য ছাড়াই শুধুমাত্র নিজেদের উপার্জনে তাঁরা মায়ের পুজোর আয়োজন করেন। আর্থিক অনটন থাকলেও তাঁদের ভক্তি ও বিশ্বাসে কোনও ঘাটতি নেই।
পরিবারের ছোট ছেলে সুদর্শন মণ্ডল বলেন, আমাদের পূর্ব পুরুষরা ২০০ বছর আগে থেকে এই পুজো করে আসছেন। মা আমাদের কাছে শুধু একজন দেবী নন, তিনি আমাদের পরিবারের একজন সদস্য। বারবার ভিটেমাটি হারিয়েছি, কিন্তু মায়ের আশীর্বাদেই আমরা ঘুরে দাঁড়িয়েছি। কোনও আর্থিক সাহায্য না পেয়েও আমরা নিজেদের মতো করেই মায়ের পুজো করি। নবমীর দিনে পাঁঠা বলিতেই মা সন্তুষ্ট হন। বড় ছেলে অখিল মণ্ডল বলেন, পাঁচ পুরুষ ধরে আমাদের পরিবার এই পুজো করে আসছে।