• প্রশাসনকে না জানিয়ে কার্নিভালে আচমকা করা যাবে না কোনও ইভেন্ট
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: প্রশাসনকে না জানিয়ে আচমকা কোনও ইভেন্টের আয়োজন উত্তর দিনাজপুর জেলার মূল পুজো কার্নিভালে করা যাবে না। বিশেষত কার্নিভালে উপস্থিত মানুষের সুরক্ষা বিঘ্নিত হতে পারে, এমন কোনও ইভেন্টের ক্ষেত্রে এবার আগেভাগেই বিধিনিষেধ বেঁধে দিল প্রশাসন। সম্প্রতি কর্ণজোড়ায় জেলাশাসকের দপ্তরে পুজো উদ্যোক্তা, বণিক সংগঠন, পুলিশ, দমকল, পিডব্লুডি, রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ পুরসভাকে নিয়ে বৈঠক করে প্রশাসন। সেখানেই একথা স্পষ্ট করে দেয় প্রশাসন।

    এর কারণ হিসেবে প্রশাসনের যুক্তি, দু’বছর আগের ভয়াবহ অভিজ্ঞতা। ২০২২ সালে রায়গঞ্জ শহরে আয়োজিত পুজো কার্নিভালের সময় বিপত্তি ঘটে যায়। সেবার কার্নিভালে প্রতিমা বহনকারী একটি গোরুর গাড়ি থেকে হঠাৎ বেরিয়ে যায় দু’টি গোরু। গোরুর গুঁতো এবং হুড়োহুড়িতে একজনের মৃত্যু এবং ৩০ জন দর্শক জখম হন। বিষয়টি নিয়ে সেসময় বেশ অস্বস্তিতে পড়তে হয় প্রশাসনকে। তাই সেই অতীত অভিজ্ঞতা থেকেই এবার কার্নিভালের সুরক্ষা নিয়ে এই সিদ্ধান্তের ব্যাপারে প্রশাসন স্পষ্ট করে দেয়। 

    রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি বলেন, আগামী ৪ অক্টোবর জেলার মূল পুজো কার্নিভাল আয়োজন হতে চলেছে। যেখানে অংশ নেবে রায়গঞ্জ মহকুমার ১৫ থেকে ২০টি পুজো কমিটি। অন্যান্য বছরের মতো রায়গঞ্জ শহরের গীতাঞ্জলি সিনেমা হলের সামনে কার্নিভাল মঞ্চ তৈরি হবে। যেখানে প্রতিমা নিয়ে সারিবদ্ধভাবে পুজো কমিটিগুলি তাদের শোভাযাত্রা করবে। আর এই শোভাযাত্রা নির্বিঘ্নে সুষ্ঠুভাবে পরিচালনা করতেই এবার প্রশাসনকে না জানিয়ে আচমকা কোনও ইভেন্টের আয়োজন মূল পুজো কার্নিভালে করা যাবে না। সেইসঙ্গে কুলিক নদীর দু’টি ঘাট খরমুজা এবং বন্দর ঘাটে প্রতিমা নিরঞ্জনের সুব্যবস্থা থাকবে। এজন্য পুলিশ, পুরসভা, সিভিল ডিফেন্স সহ সংশ্লিষ্ট দপ্তরগুলি সমন্বয় রেখে গোটা বিষয়টি পরিচালনা করবে। 
  • Link to this news (বর্তমান)