পুজোর আগে রূপচর্চার হিড়িক, মালদহে বিউটি পার্লার খোলা থাকছে মধ্যরাত পর্যন্ত
বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৫
সৌম্য দে সরকার মালদহ
অ্যাপয়ন্টমেন্ট, ট্রিটমেন্ট ইত্যাদি শব্দ শুনলে সাধারণভাবে মনে ভেসে ওঠে কোনও নার্সিংহোম বা চিকিৎসকের চেম্বারের ছবি। কিন্তু পুজোর মুখে এমন সব শব্দ শোনা যাচ্ছে মালদহের শ্যাঁলো কিংবা বিউটি পার্লারগুলিতে। দুর্গাপুজোর আগে এখন সাজো সাজো রব এই সব শ্যাঁলো এবং বিউটি পার্লারে। রাতভোর চলবে ক্রেতাদের পছন্দ অনুযায়ী তাঁদের সাজিয়ে তোলার কাজ। পুজোয় নিজেদের ঝকঝকে লুকে হাজির করতে পকেট থেকে হাজার হাজার টাকা খরচ করতে দ্বিধা করছেন না তরুণ তরুণী থেকে প্রৌঢ় প্রৌঢ়ারাও। চলছে চুল থেকে ত্বকের বিবিধ ট্রিটমেন্ট। তার জন্য নিতে হচ্ছে অগ্রিম অ্যাপয়ন্টমেন্টও।
মালদহ শহরের আগে ছিল ছোট ছোট সেলুন। সেখানে বড় জোর চুল দাড়ি কাটা হতো। মেয়েদের রূপচর্চা সীমাবদ্ধ থাকত বাড়িতেই। কিন্তু দিন বদলে গিয়েছে পুরোপুরি। মালদহের নামজাদা শ্যাঁলো কিংবা পার্লারে এখন গিজগিজ করছে সৌন্দর্য বিলাসী ক্রেতাদের ভিড়।
মালদহ শহরে একটি বা দু’টি নয় পাঁচটি শ্যাঁলো এবং পার্লার রয়েছে পাঁচ জন যুবকের একটি টিমের। তাঁরা বলেন, আমাদের পার্লারগুলিতে এখন পরিষেবা দেওয়া হচ্ছে রাত ২টো পর্যন্ত। হেয়ার স্মুদেনিং, কেরাটিন ট্রিটমেন্ট, হেয়ার স্পা, ফেসিয়াল সহ বিভিন্ন পরিষেবা নিতে সকাল থেকে আসছেন বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলারা। সব মিলিয়ে এক একটি শ্যাঁলোতে প্রায় ১২ জন করে রূপচর্চা কর্মী কাজ করে চলেছেন। একজন পুরুষের ন্যূনতম হাজার টাকা এবং একজন মহিলার ন্যূনতম দেড় হাজার টাকা খরচ হচ্ছে।
মালদহ শহরে আরেকটি পরিচিত বিউটি পার্লারের কর্ণধার বলেন, মহালয়ার পর থেকেই ভোররাত অবধি আমাদের পার্লারে পরিষেবা দেওয়া হচ্ছে। অল্প বয়সি পুরুষ মহিলাদের পাশাপাশি মধ্য বয়সিরাও আসছেন বিভিন্ন সৌন্দর্য বৃদ্ধি সংক্রান্ত পরিষেবা নিতে। আমাদের সাত জন কর্মী রয়েছেন। পুরুষ ও মহিলাদের জন্য ন্যূনতম খরচ ৫০০ টাকা হলেও মহিলাদের কেউ কেউ ১০ হাজার টাকা পর্যন্ত ব্যয় করছেন। পুরুষদের ক্ষেত্রে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত মূল্যের পরিষেবা রয়েছে।
বিভিন্ন শ্যাঁলো ও বিউটি পার্লারের মালিকরা জানিয়েছেন, পুজোর আগে তাঁরা ফ্লাইং কাস্টমার নিচ্ছেন না। যাঁরা তাঁদের নিয়মিত গ্রাহক তাঁদের পরিষেবা দিয়েই সময় কুলাচ্ছে না। এই মুহূর্তে মালদহ শহরে শ্যাঁলো ও পার্লারগুলিতে তাই যেন ঠাঁই নেই ঠাঁই নেই রব। - মালদহে তোলা নিজস্ব চিত্র