• ষষ্ঠীতে পুরনো দুর্গামূর্তি বিসর্জন দিয়ে নতুন প্রতিমা বেদিতে ওঠে নন্দীবাড়িতে
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • কাজল মণ্ডল  ইসলামপুর

    ইসলামপুরের রামকৃষ্ণপল্লির নন্দীবাড়ির পুজোর পর দেবীব বিসর্জন হয় না। দেবী দুর্গার সেখানে নিত্য আরাধনা হয়। ষষ্ঠীতে পুরনো প্রতিমা বিসর্জন দিয়ে সেদিনই নতুন প্রতিমা বেদিতে তোলা হয়। পঞ্চাশ বছর ধরে এই পুজো হয়ে আসছে নন্দীবাড়িতে। এবার এই পুজো ৫১ তম বর্ষে পা দিল। এবারও নিয়ম নিষ্ঠার সঙ্গে দেবীর বন্দনায় মেতেছে গোটা নন্দী পরিবার। বিশিষ্ট ব্যবসায়ী সুদেব নন্দীর বাড়ির পুজো ইসলামপুরে নন্দীবাড়ির পুজো নামে পরিচিত। 

    সুদেববাবু বলেন, আমার ঠাকুমা সরোজিনী নন্দী বাংলাদেশের ঢাকার বিক্রমপুরের বাড়িতে প্রথম দেবীর পুজো শুরু করেছিলেন। সেখানে ১৩ বছর পুজো হয়েছে। এরপর ইসলামপুরের বাড়িতে পুজো শুরু হয়। তখন থেকে প্রতিবছর এখানে পুজো হয়ে আসছে। প্রথমে দেবীর বিসর্জন হতো। পরে বাবা দেবীর স্বপ্নাদেশ পান। তারপর থেকে দেবীর বিসর্জন দেওয়া হয় না। একবছর প্রতিমা রাখার পর ষষ্ঠীতে বিসর্জন দিয়ে সেদিনই বেদিতে নতুন প্রতিমা তোলা হয়। সেদিন সমাজের সব স্তরের মানুষের জন্য ভোজনের ব্যবস্থা করা হয়। 

    নন্দীবাড়িতে প্রতিবছর বাংলাদেশ থেকে ৭ জন ঢাকি আনা হতো। তবে ভিসা সমস্যার জন্য গত দু’বছর থেকে ওপার থেকে ঢাকিরা আসছেন না। এবার শিলিগুড়ি থেকে ৫ জন ঢাকি আসবেন।

    নন্দীবাড়ির এই পুজোয় শামিল হন শহরের সবাই। ইসলামপুর শহরের বাড়ির পুজোগুলির মধ্যে এটি অন্যতম। পুজোর কয়েকটা দিন নন্দীবাড়ির দেবীদর্শন করতে আসেন অনেকে। নন্দীবাড়ির পুজোর সঙ্গে বয়ষ্কদের আবেগ জড়িয়ে আছে। ওপার থেকে আসা বহু মানুষ নন্দীবাড়ির পুজোয় আসেন। আনন্দ করেন।  নন্দীবাড়ির দুর্গাপ্রতিমা। -ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)