• ডুয়ার্সে মোষের গাড়িতে জঙ্গল ভ্রমণ
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ডুয়ার্সের গোরুমারায় বেড়াতে এসে মোষের গাড়িতে চেপে জঙ্গল ভ্রমণ! মুগ্ধ পর্যটকরা। লাটাগুড়ি থেকে যেসব পর্যটক কার সাফারি করে মেদলা ওয়াচ টাওয়ারে আসছেন, মোষের গাড়িতে চড়ার সুযোগ পাচ্ছেন তাঁরা। কালীপুর থেকে মেদলা ওয়াচ টাওয়ার পর্যন্ত প্রায় এক কিমি জঙ্গলপথ মোষের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে পর্যটকদের। ওয়াচ টাওয়ার থেকে ডুয়ার্সের জঙ্গলের সৌন্দর্য ও বন্যপ্রাণী দর্শনের পর ফের মোষের গাড়িতে করেই তাঁদের ফিরিয়ে আনা হচ্ছে কালীপুরে। সেখান থেকে পর্যটকরা জিপসিতে চেপে ফিরছেন লাটাগুড়িতে। ওয়াচ টাওয়ার থেকে তো বটেই, কার সাফারিতে আসা-যাওয়ার পথে জঙ্গলের ভিতর থেকে হাতি, গন্ডারকে উঁকি মারতে দেখে মুগ্ধ হচ্ছেন পর্যটকরা। কখনও আবার সাফারির পথ আটকে দাঁড়িয়ে থাকছে বাইসন, হরিণ, ময়ূর। জিপসি কিংবা মোষের গাড়িতে বসে সেই ছবি, ভিডিও মুঠোফোনে বন্দি করার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না পর্যটকরা।

    তিনমাস বন্ধ থাকার পর ১৬ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে গিয়েছে ডুয়ার্সের জঙ্গল। প্রথম দিন থেকেই ভিড় জমাতে শুরু করে দিয়েছেন ভ্রমণপিপাসুরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখন জঙ্গল ভ্রমণে কোনও এন্ট্রি ফি দিতে হয় না পর্যটকদের। শুধুমাত্র গাড়িভাড়া ও গাইডের খরচটুকু দিয়েই তাঁরা সাফারি করতে পারেন। ফলে খুশি পর্যটকরা। লাটাগুড়ি থেকে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার যেতে ৬ জনের জন্য সাফারির গাড়ি ভাড়া ১৩৩০ টাকা। এছাড়া গাইড ফি ৩৫০ টাকা। লাটাগুড়ি থেকে চাপড়ামারি সাফারির জিপসি ভাড়া ১৫৫০ টাকা। গোরুমারার সহকারী বন্যপ্রাণ আধিকারিক রাজীব দে বলেন, জঙ্গল খোলার দিন থেকেই পর্যটকরা আসতে শুরু করেছেন। তাঁরা সাফারিও করছেন। পুজোর সময় পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছি আমরা। মেদলায় মোষের গাড়ির চালক সোনাতু রায় বলেন, লাটাগুড়ি থেকে কালীপুর পর্যন্ত জিপসিতে আসার পর পর্যটকরা মোষের গাড়িতে চড়ার সুযোগ পাচ্ছেন। মাথাপিছু ৬০ টাকায় জঙ্গলপথে প্রায় এক কিমি নিয়ে যাওয়া হচ্ছে পর্যটকদের।  
  • Link to this news (বর্তমান)