• গ্রামীণ ছেলেমেয়েদের মধ্যে ব্যাডমিন্টনের প্রসারে ফালাকাটায় ইন্ডোর স্টেডিয়াম
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • বিদ্যুৎকান্তি বর্মন  ফালাকাটা

    আজকের প্রজন্ম দিন দিন মোবাইল নির্ভর হয়ে পড়ছে। ফলে গ্রামীণ ছেলেমেয়েদের খেলাধুলোর প্রতি আগ্রহ কমে যাচ্ছে। এই পরিস্থিতিতে শিশু কিশোরদের মাঠমুখী করতে এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলোর গুরুত্ব বোঝাতে বিশেষ উদ্যোগ নিল ডুয়ার্স ব্যাডমিন্টন অ্যাকাডেমি অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন। বৃহস্পতিবার তারা ফালাকাটা সংলগ্ন আশ্রমপাড়ায় সুসজ্জিত ব্যাডমিন্টন ইন্ডোর স্টেডিয়াম চালু করল। মাথাভাঙার মহকুমা শাসক নভনীত মিত্তাল এর সূচনা করেন। ফালাকাটার খেলপ্রেমীদের কাছে একটা নতুন দিগন্ত খুলে গেল, দাবি ক্রীড়া মহলের। 

    সংস্থার সম্পাদক ইলিয়াস হোসেন বলেন, এই স্টেডিয়াম খুদেদের জন্য ব্যাডমিন্টন খেলার দিশা দেখাবে। দু’জন  প্রশিক্ষক আমরা পেয়েছি। তাঁরা হাতে ধরে প্রশিক্ষণ দেবেন। এছাড়াও জাতীয় স্তরের একজন প্রশিক্ষক প্রতি মাসে আসবেন প্রশিক্ষণ দেবেন। আমরা মূলত গ্রামের দুঃস্থ খেলোয়াড়দের প্রতিভা তুলতে ধরতে এই উদ্যোগ নিয়েছি। 

    উদ্বোধনের দিনেই এসডিও’র হাত দিয়ে কোচবিহার চা বাগানের বাসিন্দা তিন খুদে খেলোয়াড় মঞ্জিলা আসুর, খুশি আসুন ও সন্ধি আসুরকে ব্যাডমিন্টন খেলার কিছু সামগ্রী দেওয়া হয়। ফালাকাটা, কোচবিহার বাগান, ঘোকসাডাঙা, শালবাড়ি, এথেলবাড়ি সহ বিভিন্ন চা মহল্লার খুদে খেলোয়াড়রা এখান থেকে প্রশিক্ষণ নেবে। 

    সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এখান থেকে অনুশীলন করে রাজ্যস্তরের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ১১ ও ১৩ বছর বিভাগে আহিল রোশন রহমান ও সায়ন ঘোষ রানার্স হয়েছে। শিশু-কিশোরদের মোবাইলের প্রতি আসক্তি দূর করে মাঠমুখী করার জন্য এ ধরনের উদ্যোগের প্রশংসা করেছেন এসডিও।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)