পাহাড়-সমতলে থিম প্রতিমার ছড়াছড়ি, পাল যুগ-জেন জি’র কোলাজ, নটরাজ থেকে গ্রামীণ বধূর রূপ
বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৫
সুব্রত ধর শিলিগুড়ি
মণ্ডপে নয়, এবার পুজোয় প্রতিমাতেও থিমের ছড়াছড়ি। কোথাও দশভুজার রূপে ফুটে উঠবে ‘পাল ও জেন-জি’ যুগের কোলাজ। আধুনিক মুখের সেই প্রতিমা থাকবে পদ্মফুলের উপর। আবার কোথাও নটরাজ ভঙ্গিতে দুর্গা দেখা যাবে। কোথাও চার হাতবিশিষ্ট নবদুর্গা, কোথাও আবার অস্ত্রহীন উমার কোলে বসে আছেন গণেশ ও কার্তিক। প্রতিমার সাজ-পোশাকেও এসেছে বদল। কোথাও কোথাও দশভুজার পরনে গোর্খা শাড়ি। স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের নজর কাড়তে এমন ভাবনায় প্রতিমা গড়ছে পাহাড় ও সমতলের পুজো কমিটিগুলি।
শিলিগুড়ির মৃৎশিল্পী গণেশ পাল বলেন, কয়েক বছর আগেই থেকেই আধুনিক স্টাইলের থিম প্রতিমার চল শুরু হয়েছে। এবার এই ট্রেন্ড বেশি। নৃত্যের ভঙ্গিমায়, গ্রামীণ রমণী কিংবা শিবের বেশে প্রতিমার চাহিদা রয়েছে। এরবাইরে একচালা, বক্স স্টাইলের, পদ্মফুলের উপর ধ্যানমগ্ন প্রতিমা বানিয়েছি। সেই সঙ্গে রয়েছে সাবেকি প্রতিমাও। একদা বাঙালির মেগাউৎসব দুর্গাপুজোয় থিমের প্রচলন ছিল না। সাধারণ মণ্ডপ, তাতে সাবেকি আদলের প্রতিমা থাকত। সিংহবাহী দশভুজা ত্রিশুল দিয়ে বধ করত অসুরকে। বেশ কয়েক বছর আগেই এমন ধারার পরিবর্তন হয়। এখন প্রায় সর্বত্রই তৈরি হচ্ছে চোখ ধাঁধানো থিমের মণ্ডপ। সেইসঙ্গে প্রতিমার রূপ, সাজ, চিন্তাভাবনাতেও এসেছে বদল। শিলিগুড়ির কুমোরটুলি ও বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে এমনই তথ্য মিলেছে।
পাহাড়ি জেলা কালিম্পংয়ের একটি পুজো মণ্ডপে দেখা যাবে শিবের সাজের অভিনব দুর্গাপ্রতিমা। এখানে দশভুজার মাথার উপরে থাকবে পঞ্চমুখী শাপ। দুর্গার সঙ্গে একচালায় থাকবে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। সকলের পরনে বাঘের ছাল। পাহাড়েই আরও এক প্রতিমার পরনে থাকবে গোর্খা বধূর পোশাক। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের পরনেও থাকবে একই পোশাক। শৈলশহর দার্জিলিংয়ের একটি পুজো মণ্ডপে অর্ধচন্দ্রাকৃত একচালায় নৃত্যের ভঙ্গিমায় থাকবে দশভুজা। দুর্গার একপাশে লক্ষ্মী ও গণেশ, আরও এক পাশে সরস্বতী ও কার্তিককেও নৃত্যের ভঙ্গিমায় দেখা যাবে। কার্শিয়াং ও মিরিকেও এ ধরনের থিমের প্রতিমার ছড়াছড়ি রয়েছে।
এত গেল পাহাড়ের প্রতিমার বৈচিত্র্য। সমতলে শিলিগুড়ি ছাড়াও জলপাইগুড়ি ও ইসলামপুরেও থিম প্রতিমার ছড়াছড়ি। শিলিগুড়ি শহরের একটি মণ্ডপে দেখা যাবে পদ্মফুলের উপর দুর্গা প্রতিমা। সংশ্লিষ্ট প্রতিমায় পাল যুগের সঙ্গে বর্তমান যুগের কোলাজ ফুটে উঠবে। উদ্যোক্তাদের ব্যাখ্যা, পুরাণ অনুসারে পদ্মফুল পৃথিবীর প্রতীক। বাংলার পাল যুগে অধিকাংশ দুর্গা প্রতিমা থাকত পদ্মফুলের উপরে। সেই সময় তুলে ধরতেই পদ্মফুলে থাকছে দশভুজা। আর দশভুজার রূপে ফুটে উঠবে ‘জেন-জি’ বধূর মুখ।
এরবাইরে শহরের একটি পুজো মণ্ডপে দেখা যাবে শাড়ি পরা চার হাত বিশিষ্ট নবদুর্গা। সেই প্রতিমারও পায়ের নীচে রয়েছে পদ্মফুল। আরএকটি পুজো মণ্ডপে উমাকে দেখা যাবে শিক্ষিকার বেশে। যার সামনে অসুর কানধরে উঠ-বস করছে। বাগডোগরার পুজো মণ্ডপে দেখা যাবে গ্রামের রমণীর বেশে উমা। যার কোলে গণেশ ও কার্তিক। শিবমন্দিরে দেখা যাবে একচালার বক্সে দুর্গার একপাশে লক্ষ্মী ও গণেশ, অন্যপাশে সরস্বতী ও কার্তিক। উদ্যোক্তাদের বক্তব্য, স্থানীয় দর্শনার্থী ও পর্যটকদের আনন্দ দিতেই এমন আয়োজন করা হচ্ছে। নিজস্ব চিত্র।