• সহপাঠীদের সঙ্গে পুজো পরিক্রমা ফার্স্ট স্টেপ পাব্লিক স্কুলের পড়ুয়াদের
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • গোপাল সূত্রধর  বালুরঘাট

    পুজোর গন্ধ বালুরঘাট শহরজুড়ে। মণ্ডপে মণ্ডপে ঠাকুর দর্শনে মনও উদগ্রীব। বাবা-মায়ের সঙ্গে বেরনোর আগে তাই বন্ধু-সহপাঠীদের হাত ধরে প্যান্ডেল ঘুরে ফেলল খুদেরা। কেউ দুর্গা, কেউ লক্ষ্মী-সরস্বতী, কেউ আবার কার্তিক-গণেশ সেজে মণ্ডপে মণ্ডপে ঘুরল পড়ুয়ারা। অনেকে আবার শিব, সিংহ সাজে। শহরের মণ্ডপে মণ্ডপে ঘুরে পুজোর আনন্দ নিল বালুরঘাটের ফার্স্ট স্টেপ পাব্লিক স্কুলের পড়ুয়ারা। 

    দুর্গাপুজো ও শারদীয়া উপলক্ষ্যে স্কুলে আয়োজিত হয়েছে বিশেষ উৎসব। সেখানে নাচ, গান, আবৃত্তি, কবিতা ও নাটকে অংশ নেয় খুদেরা। উদ্দেশ্য, দুর্গাপুজোর মাহাত্ম্য ও ঐতিহ্য বোঝানো। পাঠ্যবইয়ের বাইরে জীবনের পাঠও যে নেওয়া দরকার, ছোটদের তা শেখাতেই এই উদ্যোগ।

    স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দেবান্বিতা সাহা বলেন,দুর্গাপুজো শুধু আলো বা রঙের উৎসব নয়,এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। প্রধান শিক্ষিকার আরও সংযোজন,এদিন বাচ্চাদের নিয়ে প্যান্ডেল ঘোরার আয়োজন করা হয়। শিক্ষিকারাও ছিলেন। স্কুলের এই উদ্যোগে খুশি অভিভাবকরা। গৌরব ঘোষ, অনন্যা তামাং সরকাররা বলেন, ছেলেমেয়েরা সাধারণত আমাদের সঙ্গেই ঠাকুর দেখতে বের হয়। বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে যাওয়ার সুযোগ পায় না। সহপাঠীদের সঙ্গে পুজোয় ঘুরে এক অন্য অভিজ্ঞতা হল খুদেদের। পড়ুয়া অনুষ্কা কর্মকার এবং রিতম মুখোপাধ্যায় বলে, অনেক পুজো মণ্ডপে ঠাকুর দেখলাম। খুব ভালো লেগেছে। ২০১৫ সালে ফার্স্ট স্টেপ পাব্লিক স্কুলের পথচলা শুরু। সারাবছরই স্কুলটি প্রথাগত শিক্ষার বাইরে বেরিয়ে এসে শিশুদের নৈতিকতা এবং বাস্তব ক্রিয়াকলাপের মাধ্যমে পাঠদান করে। স্কুলে প্লে গ্রুপ, নার্সারি, এলকেজি, আপার কেজি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা হয়। বালুরঘাট শহরের মিলন সংঘ ক্লাবের কাছে থাকা এই স্কুলটি বর্তমানে শিশুদের সেকেন্ড হোমে পরিণত হয়েছে। পুজো উপলক্ষ্যে বৃহস্পতিবার স্কুলেই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়াও দুর্গাপুজোর ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে নানা গল্প ও আলোচনা হয়। পরে পড়ুয়ারা সবাই মিলে যায় পুজো পরিক্রমায়।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)