• ডুয়ার্সে হাতির দাঁত পাচারের চেষ্টা, এক ভুটানি সহ দু’জনের ৫ বছরের কারাদণ্ড
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি:  ডুয়ার্স থেকে হাতির দাঁত সহ গ্রেপ্তার হওয়া দু’জনের ৫ বছরের কারাদণ্ড হল। ২০২৪ সালের ২ এপ্রিল লাটাগুড়ির ঝাঝাঙ্গি থেকে গ্রেফতার করা হয় তাদের। ধৃতদের নাম ওয়াংদি ও ইয়াস্কা ডুকপা। ৫৬ বছরের ওয়াংদি ভুটানের নাগরিক। ২৬ বছরের ইয়াস্কা বক্সা এলাকার বাসিন্দা। রেঞ্জার সঞ্জয় দত্ত তাদের হাতেনাতে গ্রেফতার করেন। ধৃতদের কাছ থেকে একটি ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগে হাতির দু’টি দাঁত মেলে। পরে ধৃতদের জেরা করে বনদপ্তরের আধিকারিকরা জানতে পারেন, হাতির দাঁত দুটি তারা নেপালে ৫০ লক্ষ টাকায় বিক্রির ছক কষেছিল। 

    মামলার সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, গ্রেফতারের পর জেল হেপাজত হয় অভিযুক্তদের। দ্রুততার সঙ্গে এই মামলার চার্জশিট জমা পড়ে আদালতে। অভিযুক্তদের জেল হেপাজতে রেখেই মামলার বিচার শুরু হয়। আদালতে জমা পড়া তথ্যপ্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতের সিজেএম কোর্টে মামলার সাজা ঘোষণা হয়। ৫ বছরের কারাদণ্ড ছাড়াও বিচারক সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে ৩০ হাজার টাকা করে জরিমানা ধার্য করেছেন। জরিমানার অর্ধেক অর্থ বনদপ্তরের যে টিম অপারেশন চালিয়ে হাতির দাঁত পাচারের চেষ্টা রুখে দেয়, তাদের পুরস্কার হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
  • Link to this news (বর্তমান)