পর্যটকদের মনোরঞ্জনে সঙ্গে থাকছে পুরুলিয়ার দুর্গাপুজো দেখার ব্যবস্থাও
বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৫
নিতাই সাহা পুরুলিয়া
এবার পুজোয় পুরুলিয়া ঘুরতে আসা পর্যটকরা রথ দেখা এবং কলা বেচা একসঙ্গেই করতে পারবেন। হোটেলগুলি ট্যুরিস্ট স্পটগুলি ঘুরিয়ে দেখানোর পাশাপাশি পর্যটকদের পুজো দেখানোরও ব্যবস্থা করেছে। তাছাড়া পর্যটকদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন হোটেলে ছৌ নাচ, নাটুয়া সহ আদিবাসী নাচের আসর বসবে। সেইসঙ্গে ভূরিভোজের এলাহি আয়োজন তো থাকছেই। বারবিকিউ থেকে শুরু করে বন ফায়ার কোনও কিছুই বাদ যাবে না। পুরুলিয়া জেলা হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহিত লাটা বলেন, অযোধ্যা পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্যের টানে এবছরও পুজোর মরশুমে পর্যটকের ঢল নামতে চলেছে। ইতিমধ্যে হোটেলগুলিতে প্রায় ১০০ শতাংশ বুকিং হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসা পর্যটকদের মনোরঞ্জনের সবরকম বন্দোবস্ত করা হয়েছে। পুজোর চারদিনই নিয়ম করে পর্যটকদের বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখানো হবে। তার জন্য গাড়ির বন্দোবস্ত থাকছে। তারপর হোটেলগুলিতে বসবে ছৌ নাচ, নাটুয়া সহ আদিবাসী নাচের আসর।
নৈসর্গিক সৌন্দর্য ও ইতিহাসের কারণে অযোধ্যা পাহাড় বরাবরই পর্যটকদের অন্যতম আকর্ষণ। এবছরও পুজোর মরশুমে রাজ্য সহ দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা পুরুলিয়ার মাটিতে পা রাখতে চলেছেন। অধিকাংশ পর্যটকের নজরেই রয়েছে অযোধ্যা পাহাড়। ছুটির ক’টা দিন পর্যটকরা অযোধ্যা পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের কোনও খামতি রাখতে নারাজ। অন্যদিকে, হোটেল কর্তৃপক্ষগুলিও পর্যটকদের বাড়তি মনোরঞ্জনের দিকে নজর দিয়েছে। জানা গিয়েছে, জেলাজুড়ে প্রায় ২৫০টি হোটেল রয়েছে। পুজোর মরশুমে প্রায় প্রতিটি হোটেলেই পর্যটকদের পা পড়তে চলেছে। পুজোর মরশুমে ঘোরাঘুরি সহ প্যান্ডেল হপিং শেষে হোটেল কর্তৃপক্ষগুলির তরফে পর্যটকদের পাতে দেশি চিকেন, পাতপোড়া সহ রকমারি সুস্বাদু খাবার তুলে দেওয়া হবে। তবে তার আগে নিয়ম করে পুজোর ক’টা দিন ছৌ, নাটুয়া, আদিবাসী নাচের আসর বসবে হোটেলগুলিতে। অযোধ্যা পাহাড়ের বুকে অবস্থিত একটি হোটেলের ডিরেক্টর সঞ্জিৎকুমার দত্ত বলেন, বিগত বছরগুলির তুলনায় এবছর পর্যটকদের ভিড় কিছুটা বেশি রয়েছে। শুধু দুর্গাপুজো নয়, লক্ষ্মীপুজো পর্যন্ত অগ্রিম বুকিং হয়ে গিয়েছে। এবছর দুর্গাপুজোর ক'টা দিন পর্যটকদের বিনোদনের জন্য ছৌ নাচের আসর বসানো হবে। সেইসঙ্গে বারবিকিউ ও বন ফায়ারের বন্দোবস্তও করা হয়েছে। এছাড়াও কোনও পর্যটক পুজো মণ্ডপ ঘুরে দেখতে চাইলে আমরা গাড়ির বন্দোবস্ত করে দেব।