• গোরাবাজার তরুণ দলে এবার থিম জগদীশ্বরীর শান্তির কলস
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • অভিষেক পাল  বহরমপুর

    বহরমপুরের গোরাবাজারের আব্দুস সামাদ রোডে ঢুকলেই আপনি থমকে দাঁড়াবেন। মনে হবে, একটি মাটির কলস কাত হয়ে পড়ে আছে রাস্তার উপর। বিশালাকার সেই কলসের মধ্য দিয়ে ঢুকে গেলেই দেখা মিলবে মা দুর্গার। গোরাবাজার তরুণ দলের এবারের এহেন পুজো মণ্ডপ ও দুর্গাপুজো ঘিরে বাসিন্দাদের মধ্যে উন্মাদনা বাড়ছে। বহরমপুরের অন্যতম এই পুজো এবার ৫০ বছরে পা দিল। এবার তাদের থিম জগদীশ্বরীর শান্তির কলস। বিশাল আকারের একটি মাটির কলসির মধ্যে দিয়ে পুজো মণ্ডপে ঢুকতে হবে দর্শনার্থীদের। সাবেকি দেবী দুর্গার অধিষ্ঠান মণ্ডপের ভিতরে। যা  দেখে চোখ জুড়িয়ে যাবে। 

    থিমের চমকের পাশাপাশি পুজো উদ্যোক্তাদের সম্প্রীতির পাঠ আলাদা বার্তা দিচ্ছে। এবারের তাদের মণ্ডপ তৈরি করছেন একজন মুসলিম শিল্পী। দুর্গা প্রতিমা গড়েছেন এক হিন্দু মৃৎশিল্পী আর আলোকসজ্জা আদিবাসী শিল্পীর। বিভেদের মাঝে ঐক্যের বার্তা দিতেই প্রতিবছর বিভিন্ন থিমে মণ্ডপ সাজিয়ে তোলে তরুণ দল। এবারও তাদের মাটির কলস দর্শকদের আকর্ষণ করবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা। 

    পুজোর অন্যতম কর্ণধার শ্যামল দাস বলেন, এবার সুবর্ণজয়ন্তী বর্ষে তাঁদের বাজেট সাড়ে চার লক্ষ টাকা। ১৩২টি পরিবার এই পুজোর সঙ্গে জড়িত। বিখ্যাত শিল্পী বিনোদ রাঠোর আমাদের পুজোর উদ্বোধন করবেন। আজ, শুক্রবার বহরমপুর শহরে তাঁর একটি অনুষ্ঠানও আছে। সেই অনুষ্ঠান শেষে আমাদের পুজো মণ্ডপের ফিতে কাটবেন তিনি। 

    পুজো উদ্যোক্তা সুজিত চৌধুরী, সৌমেন মুখোপাধ্যায়, গৌতম সরকার, কুন্তল মণ্ডলরা বলেন, আমাদের এখানে মায়ের সাবেকি মূর্তি। গলির উপর যেহেতু পূজো হয় তাই আমরা শেষ প্রান্তে মণ্ডপ তৈরি করি। যাতে এলাকাবাসীর কোনও সমস্যা না হয়। • নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)