• নবদ্বীপজুড়ে অভিনব ভাবনা ও সৃজনে থিম পুজোর রমরমা, আকর্ষণ দর্শকদের
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, নবদ্বীপ: বাংলার বিভিন্ন প্রান্তের সঙ্গে নদীয়ার নবদ্বীপও গা ভাসিয়েছে থিমের জোয়ারে। হরেক পুজো কমিটি তাঁদের অভিনব চিন্তাভাবনা ও সৃজনশীলতাকে সম্বল করে পুজো মণ্ডপে দর্শক টানতে প্রস্তুত। নবদ্বীপের উল্লেখযোগ্য পুজোগুলির মধ্যে অন্যতম নবদ্বীপের মণিপুর পুজো কমিটি, ঘোষ পাড়া পঞ্চদশ পল্লি, আজাদ হিন্দ ক্লাব, দণ্ডপাণি তলা ঘাট দুর্গোৎসব কমিটি, প্রফুল্লনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি, নবদ্বীপ কর্ম মন্দির, গানতলা অমর ভারতী ক্লাবের পুজো।

    নবদ্বীপ মণিপুর দুর্গাপুজো কমিটির থিম এবছরও নতুনত্বে ঠাসা। উদ্যোক্তাদের দাবি, নবদ্বীপে বড় আকারের থিম পুজো তাঁদের হাত ধরেই শুরু হয়েছিল। এবারের পুজোয় প্রায় ৪ হাজার স্কোয়ার ফুট চত্বরে সাজানো মণ্ডপে শান্ত, স্নিগ্ধ মাতৃরূপকে প্রাধান্য দেওয়া হয়েছে। উমা আসছেন তাঁর দুই কন্যা ও দুই পুত্রকে নিয়ে।

    এই পুজো কমিটির সম্পাদক মানস সাহার কথায়, মানুষের জীবনে হারিয়ে যাওয়া রংকে ফিরিয়ে আনাই আমাদের উদ্দেশ্য। এবারআমাদের ভাবনা ‘লাল নীল সবুজের মেলা বসেছে, চারিদিকে আলো করে উমা এসেছে।’

    নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সংলগ্নঘোষপাড়া পঞ্চদশ পল্লির এবছরের  থিম ‘যত্নে থাক জল ও বন, বেঁচে যাবে পৃথিবীর জীবন’। এক বিশাল আকারেরমণ্ডপে থাকছে জঙ্গল, গাছ, পাখি, ফুল,মাছ সবকিছু। এসবের মাধ্যমে তুলে ধরা হচ্ছে জল ও বনের গুরুত্ব।

    নবদ্বীপ দণ্ডপাণিতলা ঘাট দুর্গোৎসব কমিটির পুজো এবার আঠারোয় পড়েছে। এবার তাঁদের থিম ‘পটের পটভূমিতে উমা’। এই থিমের মাধ্যমে বাংলা বা তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রাচীন পট শিল্পকলাকেই তুলে ধরা হচ্ছে। উদ্যোক্তাদের উদ্দেশ্য পট শিল্পকে বর্তমান প্রজন্মের কাছে পরিচিত করানো। আজাদ হিন্দ ক্লাবের পরিচালনায় সুবর্ণ জয়ন্তী বর্ষ শারদীয়া দুর্গোৎসবে এবারের থিম ‘শিসমহলে শিবশক্তি।’ মণ্ডপ ও প্রতিমার থিম একই ধাঁচের। কাচের মণ্ডপে শিব ও ৫০টি ত্রিশূলে সমৃদ্ধ পাঁচটি সিংহবাহিনী দুর্গাপ্রতিমা এবারের বিশেষ আকর্ষণ। 

    নবদ্বীপের অমর ভারতীর এবারেরথিম ‘দানব দমন হোক মা এবার,ত্রিশূল তোরই হাতে;আয় রে বোধন কেদারমাতার, অমর ভারতীতে!’ নবদ্বীপ অমর ভারতী ক্লাবের পুজো এবছর ৫৪ তম বর্ষে পা দিল। কেদারনাথ গুহার মন্দিরের আদলে সজ্জিত মণ্ডপ। তার সঙ্গে সাযুজ্য রেখে কেদারমাতার ভাবনায় সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি কষ্টিপাথরের আদলে মায়ের রূপ ফুটিয়ে তোলা হয়েছে। অঙ্গসজ্জাতেও মাটিরই সোনালি সাজ। থিমের সঙ্গে সঙ্গতি রেখে রয়েছে আলোকসজ্জা।

    নবদ্বীপ কর্ম মন্দির পরিচালিত দেয়ারা পাড়া সর্বজনীন দুর্গাপুজোর থিম ‘শিল্প যেখানে পথ দেখায়।’ থিমের মাধ্যমে হারিয়ে যাওয়া পাট শিল্পকে পুনরুদ্ধাবের প্রয়াস দেখানো হয়েছে। বর্তমান যুগে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে, ভবিষ্যতের পৃথিবীকে সুন্দর রাখতে প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে পাটের অবদান অনস্বীকার্য। পাট দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। পাট দিয়েই মণ্ডপের ভেতরে বিভিন্ন কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। নবদ্বীপ  প্রফুল্লনগর যুব সংঘের পরিচালনায় পুরনো টোলগেট এলাকায় হয় প্রফুল্লনগর সর্বজনীন দুর্গোৎসব। এ বছরে তাঁদের থিম, ‘এক টুকরো কেরল ও কথাকলি’। এই থিমের মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকেই তুলে ধরা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)