• ‘নীর’, হারিয়ে যাওয়া ‘ডাকঘর’ থেকে ‘রাজবাড়ির সাবেকিয়ানা’
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: হারাতে বসেছে মাটির কলসি। প্রচণ্ড গরমে কলসির ঠান্ডা জল পান করত মানুষ। প্রাকৃতিক উপকরণ ও জলের পরিখা দিয়ে ঘর ঠান্ডা করা হতো। কিন্তু, সেই সব এখন অতীত। অভ্যেস বদল করেছে মানুষও। এবার পুজোয় সেই থিমকেই তুলে ধরেছে সল্টলেক ইসি ব্লক রেসিডেন্স অ্যাসোসিয়েশন। এবার তাদের পুজোর থিমের নাম ‘নীর’– অর্থাৎ জল। এছাড়া, সচেতনতার বার্তার সঙ্গে রাজবাড়ির সাবেকিয়ানা দেখা যাবে সল্টলেকে এজে ব্লকে। মণ্ডপের ভিতরে থাকবে সাবেকি মাতৃপ্রতিমা। আর হারাতে বসা ‘পোস্টবক্স’কে থিম আকারে তুলে ধরেছে সি এ ব্লক পুজো কমিটি।

    সল্টলেক ই সি ব্লকের পুজো এবার ৪৯ বছরে পড়ল। ‘নীর’ থিমকে ফুটিয়ে তুলতে অসংখ্য মাটির কলসি, হাঁড়ি, সরা ব্যবহার করা হয়েছে। এছাড়াও, নানা ধরণের প্রাকৃতিক উপাদান রয়েছে। মণ্ডপসজ্জা করেছেন প্রবীর সাহা। প্রতিমাতেও থাকছে চমক। মাটির কলসির আদলে মাতৃপ্রতিমা তৈরি করছেন স্বপন পাল। আজ, শুক্রবার এই পুজোর উদ্বোধন। মণ্ডপ খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। সল্টলেক ইসি ব্লক রেসিডেন্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মৌলিনাথ মাঝি বলেন, পুজো মানে উৎসব। সকলে শামিল হন। এই সময়ে তাই প্রকৃতিকে রক্ষা করতে আমরা একটি পরিবেশ বান্ধব থিম উপহার দেওয়ার চেষ্টা করেছি, মানুষের সচেতনতা ফেরানোর আহ্বান করেছি। 

    চিঠি লিখতে ভুলে যাচ্ছে মানুষ। হলুদ পোস্টকার্ড, নীলচে ইনল্যান্ড লেটার দেখেইনি বর্তমান প্রজন্মের অনেকেই। সল্টলেক সি এ ব্লক পুজো কমিটি এবার এই হারাতে বসা ‘পোস্টবক্স’কেই থিম হিসেবে তুলে ধরেছে। মণ্ডপে ঢোকার মুখেই দেখা যাবে, ২৫-৩০ ফুট উচ্চতার বিশাল পোস্টবক্স। থাকবে, পোস্টকার্ড সহ নানা ধরনের চিঠির কোলাজ। মণ্ডপসজ্জা করেছেন সুব্রত বিশ্বাস। পুজো কমিটির সভাপতি রাহুল দত্ত বলেন, আমাদের পুজো ৪৭ বছরে পড়ল। এখন বিজয়ার সময়ও কেউ চিঠি লেখেন না। মেসেজ বা হোয়াটসঅ্যাপ চলে। সেই হারিয়ে যাওয়া ‘চিঠি’কে থিম করে আমরা সামনে নিয়ে এসেছি। ভিতরে থাকবে ঢাকের সাজের মাতৃপ্রতিমা। সাবেকিয়ানাকে ধরে রাখতে সল্টলেকে এ জে ব্লক পুজো কমিটি রাজবাড়ির নাটমন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছে। আজ, উদ্বোধন। পুজোর কমিটির সদস্য মৈনাক দত্ত বলেন, এই পুজোর সময় ব্লকের সকলে মিলিত হই। মণ্ডপ থেকে প্রতিমা, সবেতেই সাবেকিয়ানাকে তুলে ধরা হয়েছে। আমাদের পুজোর এবার ৪১ বছরে পদার্পণ করল। সাবেকিয়ানা দিয়ে পুজো করছে সল্টলেকের এএ ব্লক পুজো কমিটিও। এখানেও মণ্ডপের ভিতরে দেখা যাবে সাবেকিয়ানার প্রতিমা। এএ ব্লক পুজো কমিটির সম্পাদক পার্থ চক্রবর্তী বলেন, এবার আমাদের পুজো ৪৮ বছরে পড়ল। ২৭ সেপ্টেম্বর উদ্বোধন। পুজোর তিনদিন ধরে পংক্তিভোজন থাকবে। পুজোর দিনগুলি ব্লকের সকলে পুজোর আড্ডায় মাতবেন। -নিজস্ব চিত্র 
  • Link to this news (বর্তমান)