• পুজোয় ১৪ হাজার পুলিশ মোতায়েন লালবাজারের
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার পুজোয় ভিড় নিয়ন্ত্রণে এবার বাড়তি পুলিশ মোতায়েন করছে লালবাজার। দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত। কলকাতা পুলিশের সদর দফতর সূত্রে খবর, এবার পুজোয় মোট ১৪ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হবে। তার মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষায় হাজির থাকবেন ১০ হাজার উর্দিধারী। অন্যদিকে, যানবাহন ও যানজট সামলাবেন বাকি ৪ হাজার পুলিশকর্মী। এছাড়াও সিভিক ভলান্টিয়ারদেরও পথনিরাপত্তায় মোতায়েন করা হবে। দর্শনার্থীদের ভিড়ে অপরাধ দমনে উপস্থিত থাকবেন স্পেশাল ব্রাঞ্চ ও গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। 

    কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদ বলেন, ৩৬ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন। তাঁদের অধীনে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইনসপেক্টর, সাব-ইনসপেক্টর এবং বাহিনীর অন্যান্য পুলিশকর্মীরা। ৬০টিরও বেশি জায়গায় ওয়াচ টাওয়ার বসানো হবে। প্রয়োজনে ড্রোন দিয়ে নজরদারি চালানো হবে। মহিলাদের নিরাপত্তার জন্য থাকবে উইনার্স বাহিনী ও শক্তি টিম। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২০০টি পুলিশ পিকেট বসানো হবে। পুজোর দিনগুলিতে লালবাজারে একটি অতিরিক্ত কন্ট্রোল রুম খোলা হবে। কোনও বিপদে ১০০ ডায়াল করে সেখানে যোগাযোগ করতে পারবেন সাধারণ মানুষ। আপৎকালীন ব্যাবস্থা ও স্বাস্থ্য পরিষেবার দিকে নজর দিয়েছে কলকাতা পুলিশ। দর্শনার্থীদের প্রয়োজনে শহরের বিভিন্ন জায়গায় হাজির রাখা হচ্ছে কলকাতা পুলিশের কর্মা ও ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স।
  • Link to this news (বর্তমান)