• আনোয়ার শাহ রোডে গেস্ট হাউসে আগুন
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর মুখে ফের শহরে অগ্নিকাণ্ড। দক্ষিণ কলকাতার বহুতলে আগুন লাগল বৃহস্পতিবার সকালে। প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি বহুতলে আগুন লাগে। ওই বহুতলে রয়েছে গেস্ট হাউস, ক্যাফে, অফিস। নীচে একটি ব্যাঙ্কের কার্যালয়ও রয়েছে। স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে। শহরের অন্যতম ব্যস্ত রাস্তার কাছেই এভাবে আগুন লাগায় যান চলাচলও ব্যাহত হয়। যদিও, দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় ঘণ্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। কোনও বড় অঘটন ঘটেনি। আগুনও আশপাশে ছড়িয়ে পড়েনি।

    ওই বহুতলের একদম উপরের তলে থাকা একটি গেস্ট হাউসে আগুন লাগে এদিন। দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায়। গল গল করে বেরতে থাকে কালো ধোঁয়া। ওই বহুতলে বেশ কয়েকজন আটকেও পড়েছিলেন। তবে দমকলের কর্মীরা তৎপরতার সঙ্গে তাঁদের উদ্ধার করেন। কেউ হতাহত হননি। দমকল সূত্রে খবর, বহুতলটির ছাদে একটি অস্থায়ী ছাউনি ছিল। সেখানেই আগুন লাগে। ছাদে থাকা অস্থায়ী ছাউনি সহ সমস্ত আসবাবপত্র ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে আগুন নীচের তলায় ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে এনেছেন দমকলের কর্মীরা। কীভাবে ঘটল এই অগ্নিকাণ্ডের ঘটনাটি? খতিয়ে দেখছে দমকল। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয়। আগুন যাতে নীচের দিকে নেমে না যায়, সেই চেষ্টা চালায় দমকলবাহিনী। তবে বহুতলের একেবারের উপরের তলায় ছাদের উপর যে একটি পৃথক অস্থায়ী অংশ তৈরি করা হয়েছিল, যেখানে আগুন লাগে, সেখানে কোনও ঢালাই ছিল না। ওই অংশ তৈরি করার ক্ষেত্রে আদৌ কলকাতা পুরসভার অনুমতি নেওয়া হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। যদিও, পুরসভা সূত্রে খবর, পুরোটাই বেআইনি। দমকলমন্ত্রী সুজিত বসু সংবাদমাধ্যমে বলেন, ওখানে একটি গেস্ট হাউস আছে। আগুন আর ছড়িয়ে পড়েনি। ভিতরেও কেউ আটকে ছিলেন না। দ্রুত আগুন নিয়ন্ত্রণেও এসেছে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)