• তৃণমূলের বিভিন্ন সাংগঠনিক পদে বদল
    বর্তমান | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর ও বারাসত ও বরানগর: বারাসত, বনগাঁ, দমদম-বারাকপুর সাংগঠনিক জেলার বিভিন্ন পদে রদবদল করল তৃণমূল। প্রায় সব ব্লকেই ব্লক থেকে টাউনের যুব, মহিলা সহ তৃণমূল শ্রমিক সংগঠনের রদবদল করেছে তৃণমূলের রাজ্য নেতৃত্ব। বনগাঁ টাউনের মহিলা সভাপতি করা হয়েছে নতুন মুখের সোমাঞ্জনা মুন্সিকে। সহ সভাপতি হয়েছেন সংগীতা হালদার। শ্রমিক সংগঠনের সভাপতি করা হয়েছে রঞ্জন সেনকে। তিনিও এই পদে নতুন। এছাড়া বাগদা পূর্ব, পশ্চিম থেকে নীলদর্পণ এবং বনগাঁ দক্ষিণেও সংগঠনে নতুন মুখ তুলে এনেছেন রাজ্য নেতৃত্ব। জেলা সদর বারাসত শহরের সভাপতির দায়িত্বে ছিলেন অরুণ ভৌমিক। সেই দায়িত্ব দেওয়া হয়েছে দেবাশিস মিত্রকে। তিনি আগে যুব সভাপতি ছিলেন। এখন যুব সভাপতি করা হয়েছে চয়ন দাসকে। তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি করা হয়েছে সৌমেন আচার্যকে। মধ্যমগ্রাম শহর তৃণমূলের সভাপতি ছিলেন সুভাষ বন্দ্যোপাধ্যায়। তাঁকে এবার মাদারের সভাপতি করা হয়েছে। মহিলা সভাপতি করা হয়েছে নতুন মুখের কৃষ্ণা সেনগুপ্তকে। তিনি সংগঠনের দায়িত্বে নতুন। তৃণমূল শ্রমিক সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে সুকুমার মণ্ডলকে। একইসঙ্গে হাবড়া ও অশোকনগরের মাদার সংগঠনে রদবদল না হলেও শাখা সংগঠনে হয়েছে। এদিকে, দমদম বারাকপুর সাংগঠনিক জেলার প্রতিটি টাউন ব্লক কমিটির সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া ভাটপাড়ার ক্ষেত্রে সাংসদ পার্থ ভৌমিককে চেয়ারম্যান করে একটি কোর কমিটি গড়া হয়েছে। নৈহাটির বিধায়ক সনৎ দে’র জায়গায় টাউন প্রেসিডেন্ট হয়েছেন মানস পাল। অভিজিৎ রায় ওরফে বনিকে কাঁচরাপাড়ার যুব সভাপতি করা হয়েছে। বারাকপুরের সভাপতি হলেন সম্রাট তপাদার, সহ-সভাপতি করা হয়েছে জয়দীপ দাসকে। কামারহাটি বিধানসভা এলাকায় আগে দুজন টাউন সভাপতি ছিলেন। রদবদলে তা তিনজন করা হল। ১ থেকে ৭ নম্বর ওয়ার্ড নিয়ে নতুন টাউন সভাপতি পদ গঠন করা হয়েছে। সভাপতি হয়েছেন ইমতিয়াজ আহমেদ। ৮ থেকে ১৫ পর্যন্ত আড়িয়াদহ টাউন কমিটির সভাপতি হয়েছেন দীপাংশু ঘোষাল। আগে ছিলেন নবীন ঘোষাল।  বারাকপুর-দমদম সাংগঠনিক জেলার সহ সভাপতি হয়েছেন বরানগরের দুই কাউন্সিলার রামকৃষ্ণ পাল ও অঞ্জল পাল। 
  • Link to this news (বর্তমান)