• ইরাকে আটক বাংলার ১২ পরিযায়ী শ্রমিক, শুরু ফেরানোর প্রক্রিয়া
    দৈনিক স্টেটসম্যান | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ইরাকে আটকে রাখা হয়েছে বাংলার ১২ জন পরিযায়ী শ্রমিককে। ভিসার মেয়ার শেষ হওয়ার পরেও তাঁদের দেশে ফিরতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি তাঁদের সঙ্গে করা হচ্ছে অমানবিক ব্যবহার। দেওয়া হচ্ছে না খাবার, প্রয়োজনীয় চিকিৎসা। এই অত্যাচারের কথা জানিয়ে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন শ্রমিকরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁরা অনুরোধ করেছেন, যত দ্রুত সম্ভব তাঁদের ঘরে ফেরানো হোক। তাঁদের এই আর্জি পৌঁছেছে দিল্লির দরবারে। শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় দূতাবাস। ইতিমধ্যেই আটকে থাকা শ্রমিকদের ঘরে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

    আটকে থাকা ১২ জন শ্রমিকের মধ্যে ৮ জন নামখানার বাসিন্দা। দুইজন থাকেন পূর্ব মেদিনীপুরে। বাকি দুই জনের মধ্যে একজন কাকদ্বীপ ও একজন উস্তির বাসিন্দা। ৭–৮ মাস আগে তাঁরা এজেন্টের মাধ্যমে ইরাকের বাগদাদের একটি কোম্পানিতে কাজে যোগ দেন। কিন্তু গত কয়েকমাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও তাঁদের জোর করে আটকে রাখার অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে দ্রুত বাড়ি ফেরানোর আবেদন জানিয়েছেন শ্রমিকরা।

    ভিডিওতে তাঁরা আরও জানিয়েছেন, তাঁদের ঠিকমতো খাবার দেওয়া হয় না। অসুস্থ হলে চিকিৎসকের কাছেও নিয়ে যায় না কেউ। নিজেদের এই পরিস্থিতির কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্য চান তাঁরা। আটকে থাকা শ্রমিকদের পরিবারের সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। এরপর স্থানীয় প্রশাসনের তরফে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়। সব দিক খতিয়ে দেখতে শ্রমিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ভারতীয় দূতাবাস। ইরাক থেকে শ্রমিকরা তাঁদের পরিবারের সদস্যদের একথা জানিয়েছেন।

    জানা গিয়েছে, আগামী ৭–১০ দিনের মধ্যে দেশে ফিরবেন আটকে থাকা শ্রমিকরা। ভারতীয় দূতাবাসের তরফে যোগাযোগ করার পর এজেন্সির উপরেও চাপ পড়েছে। সেই কারণে ইরাকের কোম্পানি শ্রমিকদের বকেয়া বেতনের টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বাড়ির ছেলেরা বাড়িতে ফিরে আসবে– এই খবরে খুশি পরিবারের সদস্যরা। তবে যতক্ষণ না তাঁরা বাড়িতে ফিরছেন ততক্ষণ স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন না তাঁরা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)