• ফের তৈরি নিম্নচাপ, ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, দুর্যোগের আশঙ্কা
    এই সময় | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ২৬ সেপ্টেম্বর শুক্রবার গভীর নিম্নচাপে পরিণত হবে। ২৭ সেপ্টেম্বর শনিবার তা গভীর নিম্নচাপ হিসেবে স্থলভাগে প্রবেশ করতে চলেছে। এর ফলে উত্তাল থাকলে সমুদ্র। বইবে দমকা ঝোড়ো হাওয়া। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

    আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সেপ্টেম্বর মাসের বাকি দিনগুলিতে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। কোনও কোনও জায়গায় অতিরিক্ত বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

    শুক্রবার চতুর্থীর দিনে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মাঝরাতের পরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। শনিবার ২৭ সেপ্টেম্বর ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। কলকাতাতে কয়েক পশলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আকাশ থাকবে আংশিক মেঘলা। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে উপকূলের জেলাগুলিতে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যান্য জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।

    রবিবার ষষ্ঠী, সোমবার সপ্তমী এবং মঙ্গলবার অষ্টমীতে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি থেমে গেলে দেখা মিলতে পারে রোদেরও। আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিও বহাল থাকবে।

    বুধবার অর্থাৎ নবমীর দিনে বদলে যেতে পারে আবহাওয়া, ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। নবমী এবং দশমীতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিমাঞ্চল এবং উপকূলের জেলাগুলিতে।

    অন্যদিকে, শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শুক্রে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং থেকে মালদা, সমস্ত জেলাতেই। ২৭ সেপ্টেম্বর শনিবার পঞ্চমীতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের সব জেলাতেই।

  • Link to this news (এই সময়)