নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেবীর বোধনের আর দিন দুই অপেক্ষা। তবে এবার পুজোয় ‘অসুর’ বৃষ্টি। পুজোর প্রায় সব ক’দিনই ভাসতে পারে কলকাতা। আজ শুক্রবারও এই বৃষ্টির কমতি নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন সকাল থেকে আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মেঘলা থাকবে। শহরের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ডিগ্রি ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।গতকাল, বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি বেশি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭.২ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে মোট ৩.৬ মিলিমিটার।