দায়িত্বে ভূপেন্দ্র যাদব ও সহকারী পর্যবেক্ষক বিপ্লব কুমার দেব
দৈনিক স্টেটসম্যান | ২৬ সেপ্টেম্বর ২০২৫
বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র কয়েকটা মাস। সেকথা মাথায় রেখে রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিভিন্ন কর্মসূচির সূচনা, একের পর এক বৈঠকের মধ্যে দিয়ে শুরু হয়ে গিয়েছে নির্বাচনের প্রস্তুতি। এরই মধ্যে এবার বিজেপির তরফে পশ্চিমবঙ্গের নির্বাচনের দায়িত্ব তুলে দেওয়া হল কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের হাতে। বৃহস্পতিবার বিজেপির তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। ভূপেন্দ্র যাদবের সহকারী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে। বিজেপির তরফে এই ঘোষণার পরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচনকে যে বিজেপি বাড়তি গুরুত্ব দিচ্ছে তা এই ঘোষণার পর থেকে স্পষ্ট বলে জানিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।