সঞ্জয় রাজবংশী: পরিকল্পিতভাবে বিরিয়ানিতে বিষ দিয়ে ভাইকে খুন করার অভিযোগ উঠল সহকর্মীদের বিরুদ্ধে। এমনি গুরুতর অভিযোগ তুললেন মৃতের দাদা। গতকাল কালনার পূর্বস্থলী ১ বি এল আর ও অফিসের মুহুরি কর্মী, ও অফিস স্টাফদের সঙ্গে বিরিয়ানি খাওয়ার আয়োজন করা হয়। তা খেয়ে মৃত্যু হয় এক মুহুরি সুমন্ত মল্লিকের।
গতকাল রাতে কালনা হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা মৃত বলো ঘোষণা করে। একই সঙ্গে বিরিয়ানি খেয়ে গুরুতর অসুস্থ ওই অফিসের রেভিনিউ অফিসার কুন্তল মাঝি। ইতোমধ্যে তিনি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুজোর ছুটির আনন্দে বিরিয়ানির আয়োজন করা হয়েছিল ওই অফিসে। পরিবারের দাবি এই মৃত্যু স্বাভাবিক নয় খাবারের বিষ দিয়ে খুন করা হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রহস্য তৈরি হয়েছে, সঠিক তদন্তের দাবি তুলেছেন পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, কিছুদিন আগে বাতকর্ম করা নিয়ে ভাইকে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে। জানা যায়, বনগাঁর গোপালনগর থানার কামদেবপুর ১১ নম্বর রেলগেট এলাকায় একই সঙ্গে বসে আড্ডা দিচ্ছিল এলাকার কয়েকজন ছেলে। হঠাৎই প্রদীপ ব্যাদ (১৫) মলদ্বার থেকে গ্যাস নির্গমন করার কারণে বিবাদ শুরু হয় পিসতুতো ও মামাতো ভাইয়ের মধ্যে।
অভিযোগ এরপরে বিবাদ চরমে পৌঁছলে মামাতো ভাই বয়স ১৫- র প্রদীপের বুকে জোরে জোরে ঘুষি মারে বয়স ১৮-র পিসতুতো ভাই সূর্য ব্যাদ। এরপরে আশেপাশের বন্ধুরা ছুটে আসে। ততক্ষণে বুকের ব্যাথা নিয়ে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে প্রদীপ। তড়িঘড়ি বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিস সূর্যকে গ্রেফতার করে বলে জানা যায়।