বিহারের ‘ভুল’ থেকে শিক্ষা, গোটা দেশে SIR শুরুর আগে সব দলের পরামর্শ চায় কমিশন
প্রতিদিন | ২৬ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের পর দেশজুড়েই শুরু হতে চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে সে প্রস্তাব পাশ হয়ে গিয়েছে। তবে বিহারের ভোটার তালিকায় নিবিড় সংশোধন চলাকালীন যে ভুলভ্রান্তিগুলি হয়েছিল, সেগুলির পুনরাবৃত্তি গোটা দেশের ক্ষেত্রে করতে চাইছে না কমিশন। সেকারণে গোটা দেশে SIR চালু করার আগে রাজনৈতিক দলগুলির পরামর্শ চাইতে পারে কমিশন।
বিহারে গত জুন মাসে SIR প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই প্রক্রিয়া শুরুর আগে তাড়াহুড়ো করে কোনওরকম সর্বদল বৈঠক ডাকেনি কমিশন। তারপর গোটা প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে নানারকম প্রশ্নে বিদ্ধ হতে হয়েছে নির্বাচন কমিশনকে। এমনকী মামলা হয়েছে সুপ্রিম কোর্টেও। এবার সেসব ঝক্কি এড়াতে আগেভাগেই রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা সেরে নেওয়া হবে।
কমিশন সূত্র বলছে, সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরা SIR প্রক্রিয়া শুরুর আগে সেই রাজ্যের সব রাজনৈতিক দলকে নিয়ে সর্বদল বৈঠক করবেন। গোটা প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, রাজনৈতিক দলগুলির ভূমিকা কী হবে, সবটাই ওই বৈঠকে আলোচনা হবে। দলগুলির কাছে পরামর্শও চাওয়া হবে। এমনকী কেন্দ্রীয় স্তরে জাতীয় নির্বাচন কমিশনও সব জাতীয় দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সহযোগিতা কামনা করতে পারে।
উল্লেখ্য, বিহারের পর দেশজুড়েই শুরু হতে চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR। চলতি মাসের শুরুতেই সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সূত্রের খবর, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যের CEO-দের প্রস্তুতি সেরে ফেলতে বলা হয়েছে। অক্টোবরের যে কোনও দিন SIR প্রক্রিয়া শুরু হতে পারে। তবে কতদিনের মধ্যে সেটা সম্পন্ন করা হবে, তার কোনও টাইমলাইন বেঁধে দেয়নি কমিশন।