পুজোর মুখে শিলিগুড়ি শহরের একাংশে পানীয় জল সরবরাহ হল না। শহরের কেন্দ্রে বাজার এলাকা-সহ ১২টি ওয়ার্ডে বৃহস্পতিবার সকাল থেকেই জল নেই। স্বাভাবিক ভাবে দুর্ভোগে পড়তে হয়েছে বাসিন্দাদের। আগাম ঘোষণা ছাড়া এ ভাবে জল সরবরাহ বন্ধ হওয়া নিয়ে অসন্তুষ্ট বাসিন্দাদের একাংশ। লাইন ঠিক করে বিকেলে জল সরবরাহ করা হয়েছে বলে দাবি পুরসভা কর্তৃপক্ষের।
পুরসভার জল সরবরাহ বিভাগের দাবি, কোর্ট মোড় এলাকায় সরকারি আবাসনের কাছে পানীয় জলের ‘রাইজিং পাইপ লাইন’ ফেটেছে। তার মেরামতির কাজ বুধবার রাত থেকেই চলছে। এ দিন সকালেও সেই কাজ হচ্ছে। সে কারণে ওভারহেড জলাধারে জল তোলা যায়নি। শহরের ১৫ থেকে ২৪ নম্বর ওয়ার্ডে এ দিন সকাল থেকে জল সরবরাহ করা যায়নি। সেই সঙ্গে ১২ এবং ২৯ নম্বর ওয়ার্ডের একাংশে জল যায়নি। ১২ নম্বর ওয়ার্ডে বিধান মার্কেট এলাকা। জলের জন্য ব্যবসায়ীদের একাংশকে সমস্যার মধ্যে পড়তে হয়। তার উপরে এ দিন দিনের বেলায় গরম ছিল।
এ দিন পুরসভার জল সরবরাহ বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত বলেন, ‘‘রাইজিং পাইপ লাইন ফেটেছে। তা মেরামতির কাজ চলছে। সে কারণে রাতে ওভারহেড জলাধারগুলিতে জল তোলা যায়নি। ১২টি ওয়ার্ডে এ দিন সকালে জল সরবরাহ করা যায়নি।’’
সোমবার এবং মঙ্গলবার সকালেও ওই ওয়ার্ডগুলিতে পানীয় জল নির্দিষ্ট সময় পর্যন্ত সরবরাহ হয়নি। কোথাও ১ ঘন্টা এবং কোথাও সওয়া এক ঘন্টা জল ছিল। অথচ দুই ঘন্টা জল সরবরাহ হওয়ার কথা। কোর্ট মোড়ে সরকারি আবাসনের কাছে পাইপ লাইনে সমস্যার কথা তখনও জানানো হয়েছিল পুরসভার তরফে। বিরোধী দলনেতা অমিত জৈন বলেন, ‘‘যা পরিস্থিতি তাতে পুজোতে পানীয় জলের জলের দুর্ভোগ পোহাতে হবে মনে হচ্ছে। প্রায়ই জল সরবরাহে বিঘ্ন ঘটছে। সরু, সুতোর মতো ধারায় জল পড়ছে।’’