• শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরে সাংগঠনিক রদবদল তৃণমূলের, তবে বাদ নন্দীগ্রামের দুই ব্লক! চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অভিষেক?
    আনন্দবাজার | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে ব্লক ও শহর স্তরের সাংগঠনিক রদবদলের পালা সেরে ফেলল তৃণমূল। ঘোষিত হল জেলার নতুন সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সম্পাদকদের নাম। মূল সংগঠনের পাশাপাশি যুব, মহিলা এবং শ্রমিক সংগঠনের নতুন জেলা ও ব্লক পদাধিকারীদের নামও ঘোষণা হল বৃহস্পতিবার।

    কিন্তু সেই তালিকায় ব্যতিক্রম শুভেন্দুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দু’টি ব্লক— নন্দীগ্রাম-১ এবং নন্দীগ্রাম-২! প্রসঙ্গত, গত মে মাসে পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি পদে অসিত বন্দ্যোপাধ্যায়ের স্থানে সুজিতকুমার রায় এবং জেলা চেয়ারম্যান পদে চিত্ত মাইতির স্থানে দীপেন্দ্রনারায়ণ রায়কে নিয়োগ করা হয়েছিল। এ বার জেলার অন্য পদাধিকারীদের পাশাপাশি ব্লক ও শহর কমিটিগুলির সভাপতি, সহ-সভাপতিদের নাম ঘোষণা করা হল।

    বৃহস্পতিবার তৃণমূলের তরফে মূল সংগঠনের পাশাপাশি তিন শাখার জেলা পদাধিকারী এবং ব্লক ও শহর সভাপতিদের নামও ঘোষণা করা হয়েছে। তৃণমূল রাজ্য নেতৃত্বের একটি সূত্র জানাচ্ছে, পুজোর পরে নন্দীগ্রাম-১ এবং নন্দীগ্রাম-২ ব্লকের মূল ও শাখা সংগঠনগুলির পদাধিকারীদের নাম চূড়ান্ত করা হবে। আনন্দবাজার ডট কম অগস্ট মাসে লিখেছিল, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিরোধী দলনেতার কেন্দ্র নন্দীগ্রামে। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে সঙ্গে নিয়ে তিনি তমলুকের তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে করেছেন বলেও ওই প্রতিবেদনে জানানো হয়েছিল। নন্দীগ্রামের দু’টি ব্লকের ক্ষেত্রে অভিষেকই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে তৃণমূলের ওই সূত্র জানাচ্ছে।
  • Link to this news (আনন্দবাজার)