• গৃহ-সহায়িকাদের উৎসব-ভাতার দাবি
    আনন্দবাজার | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • শারদোৎসবের প্রাক্কালে সরকার যাতে গৃহ-সহায়িকাদের জন্য নির্দিষ্ট পরিমাণে উৎসব-ভাতা দেয়, সেই দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রমমন্ত্রী মলয় ঘটক ও শ্রম কমিশনারের কাছে আবেদন জানাল পশ্চিমবঙ্গ গৃহ-সহায়িকা ইউনিয়ন। গৃহ-সহায়িকাদের জন্য উৎসবের দিনগুলিতে ৭ দিন সবেতন ছুটি, রেশনের মাধ্যমে ১০ কিলোগ্রাম চাল বা গম, চিনি, ভোজ্য তেল, সুজি, সাবান, বিস্কুট দেওয়ার দাবিও জানিয়েছে সিটু অনুমোদিত ওই সংগঠন। পাশাপাশি, গৃহকর্তা বা কর্ত্রীরা যাতে গৃহ-সহায়িকাদের প্রতি মাসের বেতনের সমান বোনাস দেন, সে জন্য সরকারি ঘোষণাপত্র প্রকাশের দাবিও তোলা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক শিল্পী সরকার, সভাপতি ইন্দ্রজিৎ ঘোষেরা বলেছেন, ‘সমাজের সব থেকে দুর্বল অংশের জন্য এই বিষয়গুলি কার্যকর করা অত্যন্ত জরুরি। পাশাপাশি, বাংলার গৃহকর্তা ও কর্ত্রীরাও বিষয়টি নিয়ে যত্নবান হবেন বলে আশা করি।’
  • Link to this news (আনন্দবাজার)