• দুর্গাপুজো: হাওড়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থা
    আনন্দবাজার | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • দুর্গাপুজার দিনে যাতে দর্শকেরা নির্বিঘ্নে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখতে পারেন, তার জন্য হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বৃহস্পতিবার হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠি এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘শহরে আড়াই হাজার পুলিশ কর্মী নিরাপত্তার দায়িত্বে থাকবেন।’’

    হাওড়া শহর এলাকায় মোট ১৪৮৬টি দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। তাদের মধ্যে ৮১টি বড় পুজো এবং ১০টি মহিলা পরিচালিত পুজো রয়েছে। এ বারেও হাওড়া থেকে প্রচুর মানুষ কলকাতায় প্রতিমা দর্শনে যাবেন। আবার সারারাত মেট্রো রেল চলবে। এই উপলক্ষে হাওড়া স্টেশন এবং হাওড়া ময়দান মেট্রো স্টেশনে ভিড় হতে পারে ধরে নিয়ে ওই দুই স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে আরপিএফ, জিআরপি এবং মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে হাওড়া সিটি পুলিশ।

    পুলিশ জানিয়েছে, গোটা শহরে ২০০০ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চলবে নজরদারি। পুজোর সময় যাতে ট্রাফিক জ্যাম কম হয়, সে কারণে শহরের মূল রাস্তাগুলিতে দুপুর ২টো থেকে গভীর রাত পর্যন্ত টোটো চলাচল বন্ধ রাখা হবে। কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় করে মালবাহী গাড়িকে গভীর রাতে জাতীয় সড়কে এবং কোনা এক্সপ্রেস ওয়েতে ঢোকার অনুমতি দেওয়া হবে। এ ছাড়াও যে সব প্যান্ডেল গুলিতে বেশি ভিড় হয় সেইসব এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ওই সব এলাকায় অফিসারদের নেতৃত্বে থাকবে ট্রাফিক বুথ।

    পুলিশ কমিশনার জানান, মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাতে মদ্যপান করে বা হেলমেট ছাড়া অবস্থায় বেপরোয়া বাইক চালালে তাঁদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে। শহরের প্রতিটি রাস্তায় পুলিশের ফ্লাইং স্কোয়াড এবং পেট্রোলিং ভ্যান ছাড়াও সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হবে।
  • Link to this news (আনন্দবাজার)