• মেডিক্যাল কলেজ গড়তে চায় বিশ্বভারতী
    আনন্দবাজার | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • মেডিক্যাল কলেজ গড়তে চাইছে বিশ্বভারতী। সূত্রের খবর, সেই মর্মে সরকারি পদ্ধতি মেনে মেডিক্যাল কলেজের অনুমোদনের জন্য আবেদন করতে চলেছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ।

    ২০২৩ সালে সেপ্টেম্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্যক্ষেত্র হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। ঐতিহ্যক্ষেত্রের রক্ষণাবেক্ষণ নিয়ে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে গত মাসে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে বিশ্বভারতী। সেখানেই বিভিন্ন প্রস্তাবের পাশাপাশি বিশ্বভারতী একটি মেডিক্যাল কলেজ তৈরির প্রস্তাব তোলে। প্রস্তাবকে সাধুবাদ জানায় জেলা প্রশাসন।

    এর পরেই এ নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ। পুজোর ছুটির আগে, বুধবার বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালের নতুন ভবনে মেডিক্যাল কলেজ গড়ার বিষয়ে বৈঠক হয়। উপস্থিত ছিলেন ওই কমিটির চেয়ারম্যান তথা পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার শশাঙ্ক শেখর দেবনাথ, অন্যান্য চিকিৎসক, বিভিন্ন ভবনের অধ্যক্ষ ও আধিকারিকেরা। বৈঠকে ঠিক হয়েছে, মেডিক্যাল কলেজের অনুমোদনের জন্য সরকারি পদ্ধতি মেনে মেডিক্যাল কাউন্সিল থেকে শুরু বিভিন্ন স্তরে আবেদন জানাবে বিশ্বভারতী।

    তবে অনুমোদন মিললে এত বড় প্রকল্প বিশ্বভারতী কী ভাবে বাস্তবায়িত করবে, তা নিয়ে সংশয় রয়েছে। মেডিক্যাল কলেজ তৈরি হলে স্থানীয় বাসিন্দারা তার সুবিধা পাবেন কি না, তা নিয়েও প্রশ্ন আছে। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, “আবেদনের পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী মতামত দেন, তা দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। অনুমতি মিললে আমরা মেডিক্যাল কলেজ তৈরিতে প্রস্তুত।”
  • Link to this news (আনন্দবাজার)