• দুর্যোগের আশঙ্কায় চিন্তিত ঢাকিরা
    আনন্দবাজার | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • বৃষ্টিই এখন ওঁদের চিন্তার কারণ।

    হাড়োয়ার লতারবাগানের দেবেন দাস,পরিতোষ দাসেরা ঢাক বাজান, সারান। অনেকে ঢাক বাজান। পুজোর দিনগুলির অপেক্ষায় থাকেন তাঁরা। এ দিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে রোজগার নিয়ে চিন্তিত তাঁরা। কাজল দাস, স্বপন দাসেরা বলেন, ‘‘গত বছরও পুজোর আগে বিভিন্ন এলাকার ঢাক বাদকেরা নষ্ট হয়ে যাওয়া ঢাক নিয়ে মেরামতির জন্য আমাদের বাড়িতে এসে ভিড় জমাতেন। ঢাকিদের এলাকায় গিয়ে দিনরাত এক করে ঢাক মেরামত করতে হত। এ বছর সে সব নেই বললেই চলে।’’

    বসিরহাটের ঢাক বাদক মহাদেব দাস জানালেন, মধ্যমগ্রামের একটি পুজো মণ্ডপে প্রতি বছর ঢাক বাজান। দশ হাজার টাকা মেলে, সঙ্গে বকশিস। এ বছর পূজো কমিটি বড় বাজেটে পুজো করায় খুশি হয়ে কিছু বাড়তি টাকা দেবে বলেছে। কিন্তু প্রাকৃতিক পরিবেশ নিয়ে চিন্তিত তিনি। ঢাকি রাখাল দাসের কথায়, ‘‘কলকাতার তেঘরিয়া অর্জুনপুরে একটি মণ্ডপে ঢাক বাজানোর কাজে যেতাম। এ বছর ডাক আসেনি।’’

    বাদুড়িয়ার মলেয়াপুর, যদুরহাটি, গোকনারা ঢাকিদের কথায়, স্থানীয় পুজো মণ্ডপে ছোট করে পুজোর আয়োজন করা হয়েছে। বাইরে থেকে কোনও বরাত আসেনি। পুজো উপলক্ষে তাঁরা তাই আনন্দে নেই। অনেকে আবার জানালেন, মাইকের দাপাদাপিতে ঢাকশিল্পীদের কদরও কমেছে ইদানীং। জানা গেল, অনেক পুজো কমিটি ঢাক-কাঁসর ইউটিউব থেকেই বাজিয়ে দিচ্ছেন।
  • Link to this news (আনন্দবাজার)