মোবাইলে ‘গেম’ খেলছিল এলাকার কিছু ছেলে। সেখানে তর্কাতর্কির জেরে বছর পনেরোর এক নাবালককে মারধর করে খুনের অভিযোগে গ্রেফতার হল তার আত্মীয় বছর আঠারোর তরুণ। মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার কামদেবপুরের ঘটনা। পুলিশ জানায়, নিহত প্রদীপ ব্যাধের (১৫) ঠাকুরদা প্রভাত ব্যাধের অভিযোগের ভিত্তিতে তাঁদের আত্মীয় সূর্য ব্যাধকে ধরেছে পুলিশ। বুধবার বনগাঁ মহকুমা আদালতে হাজির করালে, বিচারক সূর্যকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। জেলা পুলিশের এক কর্তা বলেন, “ময়না তদন্তের পরে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ধৃতকে জেরা করা হচ্ছে।”
স্থানীয় সূত্রের খবর, প্রদীপ এবং সূর্যের বাড়ি কাছাকাছি। নানা ব্যাপারে তাদের মধ্যে গোলমাল হত। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির কাছেই রেল লাইনের পাশে বসে প্রদীপ-সূর্যেরা বন্ধুবান্ধব নিয়ে মোবাইলে ‘গেম’ খেলছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শী দাবি করে এক যুবক বলেন, “প্রদীপকে ধমক দেয় সূর্য। কথা কাটাকাটি শুরু হয়। আমরা সরে আসি। প্রদীপকে বাড়ি চলে যেতে বলি। হঠাৎ পিছন থেকে গোঙানির শব্দ পাই। তাকিয়ে দেখি, প্রদীপের বুকে লাগাতার ঘুষি মারছে সূর্য। আটকানোর আগেই প্রদীপ জ্ঞান হারিয়ে পড়ে যায়।” বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক প্রদীপকে মৃত ঘোষণা করেন।
খবর ছড়িয়ে পড়তে গ্রামবাসীদের একাংশ সূর্যের বাড়িতে চড়াও হন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রদীপের মা যমুনা বলেন, “ছেলে এ বার মাধ্যমিক পরীক্ষা দিত। আমার সব আশা শেষ করে দিল। আর মা ডাক শুনতে পাব না!” সূর্যের বাড়ির লোক এ নিয়ে মন্তব্য করতে চাননি।