• আশঙ্কা সত্যি করে কলেজে আসন ফাঁকা
    আনন্দবাজার | ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • আশঙ্কা ছিল। সেই আশঙ্কাকে সত্যি করে স্নাতক স্তরে মুর্শিদাবাদের কলেজগুলিতে বহু আসন খালি থাকল।

    রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী বৃহস্পতিবার ছিল কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ভর্তি ও ভেরিফিকেশনের শেষ দিন। তবে হঠাৎ প্রাকৃতিক কারণে ভেরিফিকেশেনের শেষ দু’দিন ছুটি হয়ে যায়। শেষ রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে, মুর্শিদাবাদের অনেক কলেজেই মোট আসনের দুই তৃতীয়াংশ আসন খালি থেকে গিয়েছে। আবার কোথাও কোথাও অর্ধেক আসন খালি রয়েছে। যা নিয়ে চিন্তায় কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

    তাঁদের অনেকেই জানাচ্ছেন, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরে দীর্ঘ দিন পরে স্নাতকস্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছিল। যা দেখে আশঙ্কা ছিল যে, ছাত্রছাত্রীদের একাংশ অন্য রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। এমনকি পরিযায়ী শ্রমিকের কাজে বা অন্য কাজেও ছাত্ররা চলে যেতে পারে। মেয়েদের বিবাহ হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে। সেই আশঙ্কাই সত্যি করে দেখা দিল। তবে অনেক কলেজের অধ্যক্ষ জানাচ্ছেন, কেন্দ্রীয় অভিন্ন পোর্টালে ভর্তির দিন শেষ হয়েছে ঠিকই। এবারে নিশ্চয় কলেজের পোর্টালে ভর্তির সুযোগ আসবে। ফলে ছাত্রছাত্রী ভর্তির সংখ্যা বাড়তে পারে।

    লালবাগ সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজে আসন ২০০০টি। মাত্র ৬৩৭ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন। অধ্যক্ষ সূপম মুখোপাধ্যায় বলেন, ‘‘আমাদের কলেজের মোট আসনের এক তৃতীয়াংশ আসনে ছাত্র ভর্তি হয়েছে।’’ মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের মোট আসন ৩৩০০টি। বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ১২০০ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। অধ্যক্ষ ইন্দ্রকুমার মিস্ত্রি বলেন, ‘‘কেন এত কম ছাত্রছাত্রী ভর্তি হল বলতে পারব না। পরবর্তীতে কলেজ নিজস্ব পোর্টালে ছাত্রছাত্রী ভর্তি করতে পারবে কি না, সেই নির্দেশিকাও পাইনি।’’ বহরমপুর গার্লস কলেজে ছাত্রী ভর্তির হার খুব ভাল থাকে। কিন্তু বৃহস্পতিবার অধ্যক্ষ হেনা সিংহ বলেন, ‘‘মোট ১৫৪০টি আসনোর মধ্যে ৭৫ শতাংশ আসনে ছাত্রী ভর্তি হয়েছে। এর পরে কলেজের নিজস্ব পোর্টাল খোলা হবে। আশা করছি সব আসন পূরণ হয়ে যাবে।’’ জেলার অধিকাংশ কলেজে স্নাতকস্তরে বহু আসন খালি।
  • Link to this news (আনন্দবাজার)